সমাজের আলো: শরীয়তপুর সরকারী কলেজের এক ছাত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও করে তা সামাজিক যোগাযোগে ছড়িয়ে দেয়ার মামলায় ২ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ওই মামলার তদন্তকারী কর্মকর্তা চৌধুরী রেজাউল করিমের ৫ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনাশি শেষে এ আদেশ দেন। আসামীরা হচ্ছে শরীয়তপুর জেলার জাজিরা থানার মতিসাগর মৌলভীকান্দি গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে খলিল সরদার (৪৫) এবং কলমআলী সিকদারের ছেলে হালিম সিকদার (৪০)। জানা যায়, শরীয়তপুরের পালং থানার কাশাভোগ গ্রামের সেকান্দার আলী মাদবরের ছেলে মো. বেলাল প্রেমের সম্পর্কের সূত্র ধরে শরীয়তপুর সরকারী কলেজের এক ছাত্রীকে গত ২১শে জুন মাদারীপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে এবং নগ্ন ভিডিও করে। পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। মামলার ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারপিুর সদর মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব-৮ এর সদস্যরা মুল হোতা বেলালকে গ্রেপ্তার করে। পরে সে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়। ওই মামলায় খলিল সরদার ও হালিম সিকদার সম্প্রতি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠায়।




Leave a Reply

Your email address will not be published.