আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতা ঃদেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আশাশুনিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আশাশুনি থানা সড়কে দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘গর্জে ওঠো, রুখে দাড়াও ধর্ষকের হাত থেকে সমাজ বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম,সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, ছাত্রলীগ নেতা সাইমুন ইসলাম তারিক, আল-আমিন হোসেন, শাহারুল ইসলাম, আল বায়েজিদ সোহাগ, আবু রায়হান সুমন, শান্তসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নীতিগতভাবে প্রতিষ্ঠালগ্ন থেকে সোচ্চার আছে। ধর্ষকের শাস্তির গণদাবীকে সমর্থন করে আমরাও প্রতিটি ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই। কিন্তু জামায়াত-শিবির ও কিছু বাম সংগঠন এই গণদাবীর মধ্যে ঢুকে ষড়যন্ত্র করে আন্দোলনটিকে সরকার পতন আন্দোলনে রুপান্তরিত করার যে পায়তারা করছে সেটা কখনই মেনে নেওয়া হবে না। জামায়াত-শিবির চক্র দেশকে আবার অস্থিতিশীল করার অপচেষ্টা করলে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে থেকেই তাদের প্রতিহত করবে।




Leave a Reply

Your email address will not be published.