সমাজের আলো রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার গ্রামীণ ব্যাংক ধুলিহর শাখার উদ্যোগে বুধবার (১৩ মে) সকালে সংগ্রামী সদস্যদের মাঝে দ্বিতীয়বারের মত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে গ্রামীণ ব্যাংক ধুলিহর শাখার অফিস চত্ত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল আলীম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ধুলিহর শাখার কর্মকর্তা রামপ্রসাদ ঘোষ, সুজয় সেন, মোঃ রেজাউল করিম প্রমূখ।


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দিন মজুর, খেঁটে খাওয়া শ্রমিকসহ হাজারো অসহায় জনগোষ্ঠী খাদ্য সংকটে ভুগছে। এসব হতদরিদ্র, সুবিধাবঞ্চিত বয়সের ভারে ন্যূজ অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ালো গ্রামীণ ব্যাংক। এ সমস্ত অসহায় পরিবারের মধ্যে গ্রামীণ ব্যাংক ধুলিহর শাখার উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে একই পরিবারকে ২য় বারের মত প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবন, ২টি কাপড় কাচা সাবানসহ ২৬০০ টাকার খাদ্য সামগ্রী ও নগদ ৬০০ টাকাসহ ৩২০০ টাকার সহায়তা দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *