সমাজের আলো : ছাগল চুরির পর জবাই করে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে এ ঘটনা ঘটে। ছাগল মালিক দেখতে পাওয়ায় আটকের চেষ্টা করলে তাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টার করেছে চোর। জানা গেছে, ধুলিহর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা করার উদ্দেশ্যে মাহবুবুর রহমান কিছু জায়গা পাকা প্রাচীর দিয়ে সীমানা দিয়ে রেখেছে। সীমানার মধ্যে ঘাস ও অন্যান্য লতাপাতা থাকায় সানাপাড়া গ্রামের মৃত বরকত উল্লাহর পুত্র মোঃ আব্দুল খালেক তার পোষা ৮টি ছাগল ও অন্যান্যদের মিলে বেশ কয়েকটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে রাখে। (২ জুলাই) শুক্রবার প্রচণ্ড বৃষ্টির মধ্যে জুম্মার নামাজের সময় সকলে যখন মসজিদে নামাজ পড়াই ব্যস্ত ছিল সেই সুযোগে একই গ্রামের মমিনুর রহমানের পুত্র একাধিক চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের হোতা হাসানুর রহমান(২৫) প্রাচীরের মধ্যে ঢুকে চরানো ছাগল থেকে আনুমানিক ১৮ হাজার টাকা মুল্যের ১টি খাসি ছাগল চুরির করার উদ্দেশ্যে জবাই করে কয়েকটি খণ্ড করে। এ সময় ছাগলের মালিক আঃ খালেক বৃষ্টিতে ছাগলগুলো কষ্ট পাচ্ছে ভেবে ঐ প্রাচীরের মধ্যে ঢুকে দেখে হাসানুর জবাই করা ছাগলের খণ্ডগুলো বস্তা বন্ধী করছে। ঘটনাটি দেখে সে চিৎকার দিলে হাসানুর ছাগল মালিককে হত্যা করার জন্য তার হাতে থাকা ছাগল কাটা ছুরি পেটে মারার চেষ্টা করে। এসময় তার চিৎকারে পুত্র অলিউর রহমান ছুটে এলে হাসানুর পালিয়ে যায়। দিনে দুপুরে হাসানুরের কাণ্ড দেখে এলাকার সর্বত্র জনগণ অবাক। সকলের মুখে একই কথা, যে ব্যক্তি দিনে দুপুরে ছাগল কাটতে পারে। সেতো মানুষ খুন করতে পারে। দিন দিন তার অপকর্মের মাত্রা বেড়েই চলেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু জানান, আপনারা যে হাসানুরকে ধরে দিতে পারবেন তাকে পুরষ্কার দেবো। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। সর্বশেষ ছাগল মালিককে থানায় একটি অভিযোগ করতে বলেন। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এ,এস,আই মোঃ আজিম উদ্দিন তার কর্মস্থলে যাওয়ার পথে ঘটনাটি সরেজমিনে দেখেছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা যায়।




Leave a Reply

Your email address will not be published.