সমাজের আলো রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ছাত্র-ছাত্রীদের লাগানো মেহগনি গাছ ম্যানেজিং কমিটির সভাপতির পুত্র বিক্রয় করে টাকা আত্মসাতের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।জানা যায়, প্রায় ২০/২৫ বছর পূর্বে স্কুল চত্ত্বরে ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপনের অংশ হিসেবে একটি মেহগনি গাছ রোপন করে। এই গাছটি স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বারীর পুত্র ইলিয়াস হোসেন বাবু সম্প্রতি কাঠ ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছে এগার হাজার টাকায় বিক্রয় করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যরা প্রতিবাদ জানাতে থাকে। সভাপতির পুত্র নিজের অপরাধ ঢাকতে ও গাছের টাকা হজম করতে ব্যর্থ হয়ে কর্তনকৃত মেহগনি গাছটি মসজিদের বলে প্রচার করতে থাকে। শেষমেষ মসজিদ কমিটির সদস্যদের শরনাপন্ন হয়ে গাছ বিক্রয়ের টাকা মসজিদে দেবে বলে তোড়জোড় অব্যাহত রেখেছে। এ নিয়ে আগামী শুক্রবার (২৯ আগষ্ট) বড়দল পূর্বপাড়া জামে মসজিদ (হাজী সাহেবের মসজিদ) একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহমুদ হাসান বাবলু জানান, এই মেহগনি গাছটি স্কুলের ছেলে-মেয়েরা ২০/২৫ বছর আগে স্কুল প্রাঙ্গনে লাগিয়েছিল। পরবর্তীতে জমি মাপ-জরিপ হলে গাছটি আব্দুল বারি ও আবুল কাশেমের জমির সীমানায় গিয়ে পড়ে। জমির মালিকরা গাছের দাবী না করায় গাছটি স্কুলেরই বহাল থাকে। অথচ কাউকে কিছু না জানিয়ে গাছটি বিক্রি করে স্কুল সভাপতির পুত্র ইলিয়াস হোসেন বাবু আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। ঘটনার সাথে স্কুলের প্রধান শিক্ষিকাও জড়িত রয়েছে। তিনি আরও বলেন, ২০/২৫ বছর আগের একটি মেহগনি গাছ মাত্র ১১ হাজার টাকায় কিভাবে বিক্রয় হয়?
বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা রওশন জানান, গাছটি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। মসজিদের গাছ বলে দাবী করা হচ্ছে। তবে বিস্তারিত আমার জানা নেই। ঘটনার সাথে তার জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বারীর পুত্র ইলিয়াস হোসেন বাবু জানান, আমার বিরুদ্ধে যা কিছু শোনা যাচ্ছে তা সঠিক নয়। মসজিদ কমিটির লোকজন গাছটি বিক্রয় করেছে। গাছ বিক্রয়ের টাকা আপনার কাছে কেন? এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেননি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *