সমাজের আলো: পানি উন্নয়ন বোর্ড যেন মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে। ভাল থাকতে তাদের নজরে আসেনা,ভেঙে গিয়ে মানুষের ক্ষতি না হওয়া পর্যন্ত। চুনায় সুইচ গেট ভেঙে প্লাবিত হওয়ার ঘটনা নতুন নয়। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ের ২নং ওয়ার্ডের অবহেলিত একটি গ্রাম চুনা। চুনার শেষ প্রান্তের মানুষসহ খাসকাটা,জাবাখালী, পাশ্ববর্তী ইউনিয়ন আটুলিয়া, ঈশ্বরীপুর, শ্যামনগর সদরের অনেক গুলো গ্রাম দুই – তিন বার পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে চুনার সুইচ গেট ভেঙে প্লাবিত হয়েছিল। আবারও চুনা জেলে কল্যাণ সমিতির উত্তর পার্শ্বে অবস্থিত ১৭ নং সুইচ গেটটি ভেঙে প্লাবিত হওয়ার আসংখ্যা করা যাচ্ছে। গেট টি অনেক পুরানো হয়ে যাওয়ায় দীর্ঘ দিন পানি উঠানামা বন্ধ ছিল। চলমান ভারীবর্ষণ ও প্রবল জোয়ারে যখন বাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে,ঠিক তখনি বন্ধ থাকা সুইচ গেটটির একটি পাটা ভেঙে যায়। তথ্যসূত্রে জানা যায়, সুইচ গেটটির পাটা ভাঙায় কথা বহুবার তাদের নজরে দিলেও এখনো কোন ব্যবস্থা হয়নি। এলাকাবাসীর পক্ষ থেকে এমপি মহাদয়, ইউনিয়ের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা-জেলা প্রসাশনের দৃষ্টিআকর্ষন করছি।অচিরেই সুইচ গেটটির পাটা লাগানো সহ নতুন সুইচ গেট তৈরী করার জন্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *