সমাজের আলো। ।তুরস্কে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ১৮ ঘণ্টা আটকে ছিলেন এক মা ও তাঁর তিন শিশু সন্তান। টানা উদ্ধারকাজ চালিয়ে শনিবার তাদের উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর চতুর্থ সন্তানকে উদ্ধারে কাজ করছিলেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। তুরস্ক ও গ্রিসে শুক্রবার ওই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭। তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গ্রিসের সামোস দ্বীপের কারলোভাসি থেকে ১৪ কিলোমিটার দূরে এজিয়ান সাগরে। ইস্তাম্বুল ও এথেন্সেও ভূমিকম্প অনুভূত হয়। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তুরস্কের উপকূলীয় ইজমির প্রদেশে। তুরস্ক ও গ্রিসের কর্তৃপক্ষ বলেছে, শুক্রবারের ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৭ জন হয়েছে। এর মধ্যে তুরস্কেই মারা গেছেন ২৫ জন। আর গ্রিসের সামোস দ্বীপে মৃত্যু হয়েছে দুজনের। সামোসের ওই দুই কিশোর ও কিশোরী দেয়াল চাপা পড়ে মারা গেছে। ভূমিকম্পে তুরস্কের ইজমির প্রদেশে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। আশপাশের আরও কয়েকটি প্রদেশেও কিছু ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তুরস্কের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে আট শতাধিক মানুষ আহত হয়েছে। শুক্রবারের ওই ভূমিকম্পের পর শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কের ইজমির এলাকায় ৫২০টি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এ পর্যন্ত ধসে পড়া আটটি ভবনের ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজ শেষ হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.