আকাশ আহমেদ, (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।

পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ, মান্দা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোরশেদ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিক রুমা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।আলোচনা শেষে সেখানে চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।অপরদিকে উপজেলা আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে উদযাপন করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *