রবিউল ইসলাম : কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটি গ্রামের নজরুল পাড়ের বিরুদ্ধে আবারও অভিযোগের পাহাড়। দফায় দফায় অভিযোগ। গত ১২ও১৩ আগস্ট বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগের নিউজ প্রকাশ হয়। যার রেশ শেষ না হতেই স্থানীয় বিশিষ্টজনরা গত দুইদিন পূর্বে তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে। এবং এসব অভিযোগের অনুলিপি উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, পুলিশ সুপার, র‍্যাব-৬, প্রেসক্লাব, ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে দাখিল করা হয়েছে বলে সূত্র অনুযায়ী জানা যায়। অভিযোগপত্রের সূত্রে অনুযায়ী জানা যায়, নলতার কাশিবাটি ফুটবল মাঠটি শত বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ। ৭৭ নং কাজলা কাশিবাটি সরকারি প্রাইমারি স্কুলের সামনে রোডের পাশেই এই মাঠটি। বছরের প্রায় সকল সময় মাঠটিতে খেলাধুলা হয়। স্থানীয় থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে খেলোয়াররা এখানে আসে খেলতে। স্কুলের শিশুদেরও একমাত্র খেলার মাঠ এটি। তবে, বছর চারেক আগে এই ঐতিহ্যবাহী খেলার মাঠটির দক্ষিণ পাশে বেশ কিছু জায়গা জুড়ে নজরুল পাড়(৫০) আলীশান বাড়ী তৈরি করে। যদিও ঐ স্থানে বা বাড়ীতে যাওয়ার কোন পথ-ঘাট নাই। তার গ্রামে বসবাসের বাড়ী থাকা সত্বেও এবং এই বাড়ীতে যাওয়ার কোন পথ নাই জেনেও পুনরায় বাড়ী তৈরি করাতে স্থানীয়দের মনে সেখান থেকেই সন্দেহ জাগে। সেখান থেকে আজ অবধি নজরুল পাড়ের পরিবারসহ সকল যানবাহন এই খেলার মাঠের বুক চিরে যাতায়াত করে। প্রবেশ গেটটি তৈরি করেছে মাঠের মাঝ বরাবর। অবাধ যাতায়াতে মাঠের মধ্যে রাস্তায় পরিনত হচ্ছে, যাতে করে দিন দিন মাঠটি নষ্ট হচ্ছে এবং খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। পত্রের অভিযোগ সূত্রে আরো জানা যায়, সম্প্রতি নজরুল পাড় মাঠটির মধ্যে পথ তৈরি এবং দখলের উদ্দেশ্যে ২২৩ নং খতিয়ানে এস.এ ২৭০ দাগে ছখিনা ও আবুল হোসেনের নিকট থেকে ৬শতক জমি ক্রয় করে। জমিটি অন্যস্থানে হলেও সেটি মাঠের মধ্যে দেখিয়ে নজরুল পাড় রাস্তা বানানোর জন্য তা দখলের পায়তারা করছে বলে অভিযোগ হয়েছে। যাতে করে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠতে শুরু করেছে এলাকাবাসী। এদিকে, বাধা সত্বেও মাঠের মধ্যে বিদ্যুতের খুটি পোতা হয়েছে বলেও অভিযোগ দেওয়া হয়েছে নজরুল পাড়ের বিরুদ্ধে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেখ রুহুল আমিনের পক্ষে শেখ আছাদুজ্জামান ০৬ জুন পল্লী বিদ্যুতের ডিজিএম বরাবর অভিযোগ দায়ের করে। ব্রি: জেনারেল রুহুল আমিন গ্রামবাসীর উন্নয়নে একটি বৃদ্ধাশ্রম ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান গড়ার জন্য ঐ স্থানে বেশ কিছু জমি ক্রয় করে। মাঠ দিয়ে এবং তার জমির উপর দিয়ে যাতে বিদ্যুতের তার না যায় সেজন্য লিখিত অভিযোগ করলেও নজরুল পাড় তোয়াক্কা না করে, দেনদরবার করে জোরপূর্বক বিদ্যুতের খুটি বসিয়েছে বলেও অভিযোগ উঠেছে।অবৈধ ও জোর খাটিয়ে প্রধান মন্ত্রীর ন্যায় জীপন জাপন করছেন তিনি ও তার পরিবার।এ বিষয়ে তাহার কাছে জানতে গেলে তিনি উল্টা থানা পুলিশের ভয় ও প্রান নাশের হুমকি প্রদর্শন করেন।তার এলাকায় অর্থ ও জোর খাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। এসব সার্বিক বিষয়ে চিন্তা করে ঐতিহ্যবাহী খেলার মাঠটি সুরক্ষার জন্য, মাঠের মধ্যে যাতে অবৈধ পথ তৈরি না হয় এবং মাঠটি যাতে ভবিষ্যতের জন্য প্রাচীর দিয়ে সংরক্ষণ করা যায় সেসব বিষয়ে মাঠ কমিটির ক্রীড়া সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্থানীয় শালিসদার, এনজিও কর্মকর্তা, চাকুরীজীবী ও সমাজসেবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অভিযোগ দিয়ে সরকারের প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এবং তারা এই মহৎ উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *