সমাজের আলো: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাঁচ হাজার বর্গফুট জমি দখল করে বালুর ব্যবসা পরিচালনা করছেন হাজী মোহাম্মদ আলী। এই এলাকায় নদীর জায়গা দখল করে একই ব্যবসা গড়ে তুলেছেন আবদুল কাদির, আনোয়ার হোসেন, মেসার্স মৌমিতা এন্টারপ্রাইজ, সাদিয়া, মনির এন্টারপ্রাইজসহ ৩০-এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। জাতীয় নদী রক্ষা কমিশনের ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নদী দখলদারদের হালনাগাদ করা তালিকায় এমন চিত্র ওঠে এসেছে। অন্যদিকে রূপগঞ্জের তারাবো এলাকায় শীতলক্ষ্যার বুক ভরাট করে অফিস বানিয়েছেন মোহাম্মদ আলী নামের আরেকজন। একই এলাকায় তানজিম এন্টারপ্রাইজের নামে মোস্তফা কামাল তপন এক হাজার ৪০ বর্গফুটের বেশি নদীর জমি দখল করেছেন। রূপগঞ্জের পূর্বগ্রামে আলম মেরিন শিপ বিল্ডার্সের নামে দখল করা হয়েছে ৭০০ বর্গফুটের বেশি নদীর জায়গা। এখানেই শেষ নয়। এই এলাকার আশপাশে বেশ কিছু ডকইয়ার্ডের নামে নদীর জমি গ্রাস করেছে ভূমিদস্যুরা। নদী রক্ষা কমিশনের দখলদারদের তালিকায় আরও দেখা গেছে, পূর্বগ্রামে খান ডকইয়ার্ডের নামে ৮০০ বর্গফুট নদীর জায়গা দখল করা হয়েছে। এরকম দখলে যুক্ত আরও অন্তত ২০টি ডকইয়ার্ড প্রতিষ্ঠান! নারায়ণগঞ্জের ফতুল্লায়ও ধলেশ^রী নদীর বিভিন্ন এলাকায় চলছে দখলের মহোৎসব। বাদল হোসেনের মালিকানাধীন মেসার্স কনকর্ড ওয়েল সাপ্লাইয়ার্স লিমিটেড কোম্পানির নামে নদীর জমি দখল নেয়া হয়েছে। দখল করা জমিতে পাকা দালান এমনকি নদীর ভেতরের অংশ ভরাট করে তেলের ড্রাম রাখার জায়গা ও পেট্রোল পাম্প নির্মাণ করা হয়েছে! প্রতিটি জেলাতেই কমবেশি নদী দখল হয়েছে। অর্থাৎ দেশের ৬৪ জেলায় নদীর জমিতে রয়েছে ভূমিদস্যুদের থাবা। নদী কমিশনের প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, টাঙ্গাইল সদরের পশ্চিম আকুরটাকুর এলাকায় লৌহজং নদীর জায়গা দখল করেছে হাউজিং সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান। একই নদীর জায়গা দখল করে পশ্চিম আকুরটাকুর নদীর পাড় এলাকায় শহীদুল ইসলাম ও মহসিন সিকদার নামে দুই ব্যক্তি দুইতলা পাকা বাড়ি নির্মাণ করছেন। পশ্চিম আকুরটাকুর নদীর পাড়ে দিব্যি তিনতলা ভবন করছেন রাশেদুল হক নামের আরেকজন। একই এলাকায় নদীর জায়গা দখল করে দুইতলা পাকা বাড়ি ও দোকানঘর নির্মাণ করেছেন শিমুল খান। তালতলা আকুরটাকুর এলাকায় একই নদীর জমি দখল করে দুটি একতলা ভবন নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান। টাঙ্গাইল সদরের লৌহজং নদীর পাড় দিঘুলিয়া মৌজা এলাকার স্টেডিয়াম পাড়ায় নদীর জমিতে তিনতলা ভবন নির্মাণ করেছেন মীর রুহুল আমীন মিলন নামে এক ব্যক্তি। একই নদীর জায়গা দখল করে পার দিঘুলিয়ার পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকায় একতলা ভবন নির্মাণ করেছেন আনোয়ার হোসেন খান ও রাউফুর রহমান। ইসলামবাগের বেড়াডোমাব্রিজ সংলগ্ন নদীর জায়গা দখল করে দ্বিতল ভবন ও দোকান নির্মাণ করেছেন জহিরুল হক। একই এলাকায় নদীর জমিতে দুইতলা ভবন করেছেন মেহেদি হাসান মিঠু নামের আরেকজন। নদীর জমি নিজের মনে করে দখলের মাত্রা একটু বাড়িয়েই দিয়েছেন মোহাম্মদ জমশেদ আলী। তিনি পাড় দিঘুলিয়ার স্টেডিয়াম পাড়ায় অবৈধভাবে সাততলা ভবনসহ আধাপাকা ঘর নির্মাণ করেছেন। একই এলাকায় আব্দুস সাত্তার নিজের মতো করে নদীর জমিতে নির্মাণ করেছেন তিনতলা আরেকটি ভবন। এই পরিস্থিতিতে চলমান উদ্ধার অভিযানের মধ্যেও বাড়ছে নদী দখলের মাত্রা। দীর্ঘ হচ্ছে দখলকারীদের তালিকাও। বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে স্থানীয় লোকজন নদীর জমি দখলের সঙ্গে যুক্ত। দখলে যুক্ত নানা পেশার প্রভাবশালী ব্যক্তিসহ তাদের পরিচিত বা নিকটাত্মীয় স্বজনও। অনেক সময় স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেশিশক্তি ব্যবহার করে নদীর জমি দখল নেয়া হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, যে কোন মূল্যে নদীর জমি নদীকে ফিরিয়ে দেয়া হবে। দখলের সঙ্গে কোন আপোস হবে না। এরই ধারাবাহিকতায় তালিকা ধরে ধরে চলছে উচ্ছেদ অভিযানও। তবে বিভিন্ন এলাকায় নদীর জমি উচ্ছেদের পর তদারকি না করায় ফের দখল হওয়ারও খবর আছে। বিশেষজ্ঞরাও বলছেন, নদীর জমি দখলমুক্ত করার পর তদারকি না থাকায় ফের দখল হচ্ছে। এভাবেই বেড়ে ওঠছে দখলদারের সংখ্যা। সেইসঙ্গে তালিকাভুক্ত দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ারও পরামর্শ দিয়েছেন অনেকেই। তারা বলছেন, সরকারী জমি বা নদী দখলের অপরাধে আইনী ব্যবস্থায় দখলদারদের জেল জরিমানার যে বিধান রয়েছে বিভিন্ন আইনে তা নিশ্চিত করা গেলে দখলের মাত্রা কমে আসতে পারে। সেইসঙ্গে রাজনৈতিকভাবেও দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কমিশনের সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক সহযোগিতার অভাবে প্রভাবশালীদের বিরুদ্ধে অনেক সময় আইন প্রয়োগ কঠিন হয়ে যায়। এজন্য রাজনৈতিক সমর্থন জরুরী বলেও মনে করেন তারা। জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক মীর তারেক আলী বলেন, আমরা প্রতিবছর একদিকে দেখছি নদী দখলমুক্ত করতে অভিযান চলছে, অন্যদিকে প্রতিবছর বাড়ছে দখলদার। তিনি বলেন, দখল উচ্ছেদ ও উচ্ছেদকৃত ভূমি যেন আবার দখলে না যায় এ দুটি কাজ একসঙ্গে চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা তা লক্ষ্য করছি না। অভিযোগ আছে, উচ্ছেদের পর রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না। ফলে দ্রুত উচ্ছেদকৃত ভূমি আবারও দখলে চলে যায়। এতে একই কাজ বারবার করতে হচ্ছে। অর্থাৎ আবারও টাকা খরচ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়। তিনি বলেন, নদীর জমি যদি দখলমুক্ত রাখা যায় তবেই প্রতি বছর দখলদারের তালিকা দীর্ঘ হবে না। সেইসঙ্গে নদী ফিরে পাবে তার নিজের জমি। ফিরবে নাব্য। নদী নিয়ে সরকারের পরিকল্পনাও দ্রুত সময়ের মধ্যে সফল হবে। পাশাপাশি কমবে নদীদূষণের মাত্রাও। ৬৩ হাজার দখলদার ॥ দেশের ৬৪ জেলায় নদী দখলদারের সংখ্যা এখন প্রায় ৬৩ হাজার। সম্প্রতি এই হিসাব তুলে ধরা হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে। কমিশনের বিদায়ী চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ তথ্য জানান। যা ২০১৮ সালের হিসাবে ছিল ৫০ হাজারের মতো। সম্প্রতি কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯ প্রকাশ করা হয়েছে।

