সমাজের আলো : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরার মানুষের জন্য এ্যাম্বুলেন্স ভারত সরকার কর্তৃক প্রদত্ত অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসক মোহাাম্মদ হুমায়ুন কবিরের হাতে উক্ত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।রাজেশ কুমার রায়না এ সময় বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একই মায়ের দুটি সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। আগামীতেও যে কোন অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।
ভারতীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরার মানুষের জন্য এ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এটি একটি হাসপাতাল মতো কাজ করবে।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে বাংলাদেশ। উপকূলের এলাকায় মানুষের জন্য আমাদের সাধ্যমতো বিভিন্ন কাজ করে যাচ্ছি। সাতক্ষীরার সীমান্ত এলাকায় বাঁদ নির্মাণের বিষয়টি ভারতীয় সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। এটির নির্মাণ কাজ শেষ হলে দুই দেশের মানুষের কল্যাণ হবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ।

