কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটি গ্রামে ডাক্তার আনছার আলী (৫৭) গলায় গামছা ও মাপলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোর ৪টার দিকে কাশিবাটি কদবেলতলা তার নিজস্ব বাসভবনের একটি রুমে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছে বলে সরেজমিনে জানা যায়। বেলা ১১ টায় কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সরেজমিনে ও প্রতিবেশি সূত্রে জানা যায়, গ্রাম ডাক্তার আনছার আলী একজন প্রবীন ডাক্তার। তার নাম যশও ছিল বেশ। ডাক্তার আনছারের স্ত্রী সহ দুই মেয়ে ও এক ছেলে। ডাক্তার আনছার দীর্ঘদিনের মাদকাসক্ত ব্যক্তি ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশি জানান, ডাক্তার আনছারের স্ত্রীর চরিত্রিক বৈশিষ্ট্য ভালো না। ঐ স্ত্রীর বিরুদ্ধে দুর্নাম এলাকার মানুষের কমবেশি জানা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সর্বক্ষণ ঝগড়া বিবাদ লেগে থাকত। ঘটনার আগের দিন রোববার দুপুরে তাদের দুজনের মধ্যে কয়েক দফায় ঝগড়া হয়। তাতে করে ডাক্তার আনছার আলী দুপুরে গলায় রশি দিতে যায়। কিন্তু প্রতিবেশিরা যেয়ে তাকে উদ্ধার করে। এরপর নাকি ডাক্তার তার স্ত্রীর মোবাইল ফোনের সিম জব্দ করে। ডাক্তারের অভিযোগ ছিল, মোবাইলে তার স্ত্রী একাধিক পুরুষের সাথে কথা বলে। মোবাইল সিম নিয়ে ডাক্তার তার স্ত্রীকে ঘরে দরজা দিয়ে আটকে রাখে। ঝগড়া করে রাতে ডাক্তার অন্যরুমে শুলেও তার স্ত্রী একসাথে না থেকে আলাদা থাকে। এসব ঝগড়াঝাটির জেরে সোমবার ভোরে ডাক্তার আনছার আলী পুনরায় গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশি সূত্রে জানা যায়। এ ঘটনায় তার স্ত্রী শাহিনা (৪০) জানান, আমার স্বামী একজন মাদকাসক্ত। সে দীর্ঘদিন ধরে গাঁজা মদ খেয়ে আসছে। কাল একটু বেশি গাঁজা খাওয়া হয়েছিল। যে কারনে তার মাথা ঠিক ছিল না। এজন্য ঘন ঘন আমাকে মারতে আসছিল। আর সর্বশেষ রাতে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। এদিকে মৃত আনছার ডাক্তারের ছেলে শাহনেওয়াজ পারভেজ (২৮) কিছুদিন পূর্বে পিতার গরা ধাক্কা দিয়ে বাড়ি থেকে শশুর বাড়ি চলে যায়। বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে আসে এবং থানা পুলিশের সামনেই তার মাকে মারে। শাহনেওয়াজ মাকে প্রকাশ্যে বলে তুই আমার বাবাকে মেরে ফেলছিস। তখন পুলিশের সামনেই স্থানীয়রা আবার তাকে ছাড়িয়ে নেয়।থানা পুলিশ সকল ঘটনার পরিদর্শন করে লাশ নিয়ে যায় এবং ময়নাতদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।




Leave a Reply

Your email address will not be published.