সোহরাব হোসেন সবুজ, নলতাঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের ঐতিহ্যবাহী নলতার পাক রওজা শরীফ প্রাঙ্গণে বিশিষ্ট শিক্ষাবিদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সমাজ সংস্কারক, শতাধিক গ্রন্থের প্রণেতা, সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, দার্শনিক, আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ৩৬ তম চক্ষু চিকিৎসা শিবিরের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ২৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টা হতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবারকল্যানমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে বাংলা একাডেমির সাবেক পরিচালক (নিউইয়র্ক) ড.গোলাম মঈনউদ্দিন রচিত ‘তোমার অসীমে প্রাণ-মন লয়ে… ‘ মূল প্রবন্ধটি তার পক্ষে পাঠ করেন অত্র সেমিনার’র সঞ্চালনাক ও খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর পরিচালক প্রভাষক মো: মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে উপস্থাপিত প্রবন্ধ’র উপর আলোচনা রাখেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.একরাম হোসেন এবং বিশিষ্ট সাহিত্যিক ও রাজশাহী কবিকুঞ্জ এর সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমদ, দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.মুজিবর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.দেলোয়ার হুসেন, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.এনামুল হক খোকন, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা,সদস্য, ভক্তবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক, শিক্ষার্থী,স্বেচ্ছাসেবক, তথা বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৩৬ তম চক্ষু চিকিৎসা শিবির তথা ডিসেম্বর মাস ব্যাপী মিশনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের বিভিন্ন তথ্যাবলি উপস্থাপন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা মো.আবু সাঈদ শিক্ষক। সবশেষে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলহাজ্জ মো.আবু সাঈদ জিহাদী রংপুরী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *