সাতক্ষীরা সদরের খবর, হাইলাইটস
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভা সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।সভায় বক্তব্য রাখেন, কমিটির যুগ্ম-আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম-সদস্য সচিব আলী নুর খান বাবুল, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক ও জাসদ নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক আনোয়ার জাহিদ তপন, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, শেখ মনিরুজ্জামান, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, মোটর শ্রমিক নেতা রবিউল ইসলাম, মহব্বত আলী, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।সভায় সাতক্ষীরা জেলায় করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং অব্যাহত লকডাউনে কর্মহীন মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়াসহ করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনায় উদ্বেগ প্রকাশ করা হয়।সভার বক্তারা বলেন, প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৩০-৪০ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আট শতাধিক করোনা পজিটিভ রোগী। কিন্তু সমন্বয়হীনতা এবং চিকিৎসার সাথে যুক্ত থাকা কিছু অসৎ ব্যক্তির বাণিজ্যিক মানুষিকতার কারণে প্রতিদিন অসংখ্য মুমূর্ষ রোগী এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটতে বাধ্য হচ্ছেন। অনঅনুমোদিত বিভিন্ন দামী ঔষধ ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে রোগীদেরকে। এমনকি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বেড খালি নেই বলে রোগীদের ফেরৎ পাঠানো হচ্ছে। এর মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে টাকা আদায়েরও অভিযোগ শোনা যাচ্ছে। সামগ্রিক পরিস্থিতিতে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে জরুরিভিত্তিতে ৮দফা দাবি সম্বলিত প্রস্তাবনা পেশ করা হয়েছে। প্রস্তাবগুলো হচ্ছে:সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে আসন সংখ্যা বৃদ্ধি করা।খোলা জায়গায় অবজারবেশন হাসপাতাল বা ফিল্ড হাসপাতাল তৈরী করে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন থাকা কম আশঙ্কাজনক রোগীদের সেখানে স্থানান্তর করা।কমিউনিটি ক্লিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অনলাইনে প্রশিক্ষণ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কোন রোগীকে কখন হাসপাতালে নেওয়া প্রয়োজন এবং কাকে বড়িতে রেখেই চিকিৎসা দেওয়া সম্ভব সেটা জনগণকে বোঝানোর ব্যবস্থা করা।বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা বন্ধ করা।অপ্রয়োজনীয় ঔষদের ব্যবহার বন্ধ করা।এনজিওসহ স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থার সকল প্রকার কিস্তি আদায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা।লকডাউনে আটককৃত রিকসা, ভ্যান, ইজিবাইকসহ স্থানীয়ভাবে তৈরী করা যন্ত্রচালিত যানবাহন ফেরৎ দিতে হবে।পরপর কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা ও নদীর বেড়িবাঁধ ভাঙনে জেলার বিপুল সংখ্যক মানুষের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে গেছে। গত ১৫ মাসের মধ্যে দেশব্যাপি লকডাউনের বাইরেও সাতক্ষীরা জেলাভিত্তিক লকডাউন চলছে গত ৪ সপ্তাহ ধরে। আগামী ১ জুলাই সাতক্ষীরা জেলাভিত্তিক লকডাউন শেষ হওয়ার সাথে সাথে আবার আসছে সারাদেশব্যাপি লকডাউন। এমন অবস্থায় জরুরিভাবে কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা প্রদান এবং রেশন কার্ডের আওতায় আনতে হবে।সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ চলমান এই সংকটকালীন পরিস্থিতিতে সরকারের আশু হস্তক্ষেপের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *