সমাজের আলো : চারিদিকে ছিনতাইকারী চক্ররা ফাঁদ পেতে বসে থাকে।কখন তাদের শিকারীকে শিকার করবে,আগে থেকেই এদের পাতানো থাকে এমন কিছু ফাঁদ। সেই ফাঁদে অনেকে না বুঝে পা ফেলে ছিনতাইয়ের শিকার হয়।ঠিক এমন একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রবিবার ৪ই জুন সাতক্ষীরা সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ছিনতাইয়ের শিকার অমেলার সরদারের (৭০) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে। তিনি জানান বাড়ি থেকে বের হয় সাতক্ষীরা সদরের রায়পুর গ্রামে তার নাতনির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।তিনি সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে ঝাউডাঙ্গা বাজারে এসে নামে।সেখান থেকে এক ভ্যান চালককে বলে রায়পুর যাওয়ার কথা, ভ্যান চালক তার গলার দিকে লক্ষ্য করায় স্বর্ণের চেন দেখে লোভ সামলাতে না পেরে মহিলার দূর্বলতার সুযোগ নিয়ে তাকে হ্যা বলে।কিন্তু এর ভিতর তার ফাঁদ পাতানো শেষ, তিনি বৃদ্ধ মহিলা কে নিয়ে অন্য রাস্তার দিকে এগিয়ে চলেন। এক পর্যায়ে মহিলা রাস্তা চিনতে না পেরে ভ্যান চালককে জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু তারা একদল চক্র মিলে মহিলাকে নিয়ে সাতক্ষীরা সদরের মাধবকাটি থেকে ভিতরে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় নিয়ে এক ফাকা রাস্তায় তার থেকে ছিনিয়ে নেওয়া হয় (১ ভরির স্বর্ণের চেন,হাতের বালা এবং নগত তিন হাজার টাকা,) ছিনতাইকারীরা এখানে ক্ষ্যান্ত হননি তার সাথে থাকা বিভিন্ন মালামাল সহ তাকে বেধড়ক মারধর করেছে। মহিলা সাহায্যর জন্য চিতকার করলে রাস্তার লোক চলাচল না করায় তার পাশে তিনি কাউকে পাননি। দিনে দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনা গ্রামবাসীকে চিন্তার সম্মুখীন করে তুলেছে। মহিলার দাবি সমাজে এমন ছিনতাইয়ের ঘটনা আর অন্য কারর সাথে হওয়ার আগে প্রশাসন যতাযত ব্যাবস্থা গ্রহণ করুক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *