সমাজের আলো : সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নরিনা উচ্চ বিদ্যালয়ের বই গোপনে বিক্রি করে দেওয়া আলোচিত সেই প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম পরীক্ষায় নাম্বার বেশি পাইয়ে দেয়ার কথা বলে ছাত্রদের থেকে মোবাইলে ফ্লেক্সিলোড নেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। মাঝে মাঝেই ছাত্রদের কাছে থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়মিত মোবাইলে ইন্টারনেট ডাটা কার্ড ও ফ্লেক্সিলোড নেন তিনি। সেইসাথে বিদ্যালয়ের বাইরের অছাত্রদের কাছে থেকে অর্থ লেনদেনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর প্রশংসাপত্র দেন বলেও অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে।২০২২ সালে শিক্ষার্থীদের বরাদ্দকৃত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কয়েক হাজার কপি বই গোপনে বিক্রি করে সব অর্থ আত্মসাৎ এর ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে আসছে এই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। সরকারি ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগ নিয়ে এবং সব টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রধান শিক্ষক শিক্ষা অফিস বা ম্যানিজিং কমিটির সাথে আলোচনা ছাড়াই শিক্ষার্থীদের বই বিক্রি করে দেন। ঘটনা জানাজানির পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *