সমাজের আলো : ৯৯৯ থেকে ফোন পেয়ে নারকেল গাছের মাথা থেকে বাদশাহ নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সোমবার বেলা ২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকা তাকে উদ্ধার করা হয়। এর আগে বেলা একটার দিকে ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চায় স্থানীয়রা। উদ্ধার হওয়া ব্যাবসায়ী বাদশাহ সরদার পাশের ভান্ডারিয়া উপজেলার রাজ্জাক সর্দারের ছেলে। পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মারুফ হোসেন বলেন, ‘৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারের জন্য সাহায্য চাওয়ার হয়।

সংবাদ পেয়ে পাথরঘাটা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পাথরঘাটা স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রায় ৬০ ফিট উঁচু নারকেল গাছের মাথা থেকে তাকে উদ্ধার করি।’ স্থানীয়দের বরাত দিয়ে মারুফ হোসেন বলেন, বাদশাহ সরদার ডাব নারকেল ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকা থেকে ঘুরে ঘুরে ডাব নারকেল কিনে ঢাকায় পাইকারি বিক্রি করেন। এ জন্য গাছে উঠে ডাব কাটার জন্য ডাবের ছড়িতে কোপ দিলে তা গিয়ে তার পায়ে পরে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে গাছে বসেই জ্ঞান হারান তিনি। এর পরে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে আমরা উদ্ধার করি। উদ্ধারের পর তার সহযোগীরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published.