সমাজের আলো। ।রাজধানীর মিরপুর কাফরুল থানা এলাকায় সীমা বেগম (৩১) নামে এক নারীকে কুপিয়ে হত্যার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সেলিম জানান, গতকাল সোমবার উত্তরখান থানা এলাকা থেকে প্রথমে হত্যাকাণ্ডের শিকার নারীর সৎ ছেলে এস এম আশিকুর রহমান নাহিদকে (২৭) গ্রেপ্তার করা হয়। এরপর কাফরুলের ইমান নগর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে জাকিয়া সুলতানা আইরিন (২২), আসেক উল্লা (৫০), রোকেয়া বেগম (৪০), শাহজাহান শিকদার (৫০) ও সাকিবকে (২০) গ্রেপ্তার করা হয়। তারা সবাই এজাহারনামীয় আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে। গত রোববার কাফরুলের পূর্ব বাইশটেক এলাকার একটি বাসা থেকে কুপিয়ে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়া সীমার লাশ উদ্ধার করে পুলিশ। তার সৎ ছেলে নাহিদ হত্যাকাণ্ডের কথা আদালতে স্বীকার করেছেন। তিনি জানান, প্রথমে সীমাকে ছুরি দিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার দিনই কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়




Leave a Reply

Your email address will not be published.