সমাজের আলো : ময়মনসিংহ নগরীতে নারী ছিনতাইকারীদের এক চক্রকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল সোমবার সদরের রঘুরামপুর এলাকা থেকে ৬ নারীসহ এক যুবককে আটক করা হয়। এরা সবাই ছিনতাইকারী দলের সদস্য। আটককৃতরা হলেন- নিহারা বেগম, শিল্পী বেগম, মনোরা বেগম, সুরাইয়া বেগম, রাশেদ মিয়া, পাপিয়া আক্তার, শিল্পী আক্তার। তাদের বাড়ি জেলার নান্দাইলসহ বিভিন্ন এলাকায়। আটকের সময় তাদের কাছ থেকে ১০টি স্বর্ণের চেইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাটার উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ ছিনতাইকারী চক্রকে আটক করতে মাঠে নামে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ডিবির উপপরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে জেলা সদরের রঘুরামপুর থেকে আটক করেন। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন থেকে নগরীর জনবহুল বিভিন্ন স্থানে কৃত্রিমভাবে নিজেরা ভিড় জমিয়ে যাত্রী সেজে অন্য যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতো। এ ধরনের একাধিক অভিযোগ জমা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি চক্রটিকে গ্রেপ্তারে পরিকল্পনা সাজিয়ে টিমকে দায়িত্ব দেন। এরপরই চক্রটি আটক হয় বলে জানান ডিবির এই কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published.