সমাজের আলো : যশোরের বাঘারপাড়ার গৃহবধূ লাক্সমিয়া খাতুন (৩০)। বিয়ের ৮ বছর পর এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার ওই প্রসূতি সিজারিয়ান অপারেশন করেন। এতে ২ টি ছেলে ও ২ টি মেয়ে জন্ম হয়। বর্তমানে ৪ নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি। এই সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়ে হৈ চৈ পড়ে যায়। একদিকে বিয়ের দীর্ঘ ৮ বছর সন্তান না হওয়া অন্যদিকে পরপর ৪ টি সন্তান। হাসপাতালে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে দম্পতির স্বজন ও উপস্থিত লোকজনের মধ্যে অন্যরকম অনুভূতি লক্ষ্য করা গেছে। হাসপাতালের এক কর্মকর্তা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে অপারেশন থিয়েটারের দায়িত্বরত সেবিকা ও দম্পতি এবং তাদের স্বজনের মিষ্টি মুখ করান। এক সঙ্গে ৪ সন্তান জন্মের খবরে হাসপাতালজুড়ে আত্মীয়-স্বজন ও বিভিন্ন রোগীর স্বজনেরা ভিড় করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *