বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের দরগাহপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সহ ৪টি পদে নিয়োগ পরীক্ষার আগেই নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে নিয়োগ পরীক্ষা বন্দের দাবী জানিয়েছেন ৬জন প্রার্থী। আজ ২১ মে শনিবার সকাল ১০.০০ টায় মাদ্রাসা থেকে প্রায় ৫০কি,মি, দূরে সাতক্ষীরা জেলা সদরে নিয়োগ বোর্ডের স্থান নির্ধারন করা হয়েছে। পাতানো নিয়োগের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত মামলা চলমান রয়েছে।যা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক স্বাক্ষরিত নিয়োগ বোর্ডের মনোনীত ডিজি প্রতিনিধি চিঠির পরিপন্থী। ঐ চিঠিতে নিয়োগ বোর্ড সংশ্লিষ্ঠ মাদ্রাসায় করার বিধান এবং কোন মামলা থাকলে নিয়োগে সুপারিশ না করার বিধান থাকলেও তা উপেক্ষিত। নিয়োগ প্রার্থীদের মধ্যে ৬ জন স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগে জানান, দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসায় আসন্ন নিয়োগ পরীক্ষায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নৈশ প্রহরী, এবং আয়া পদে লোক নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে তারা আবেদন করেন। কিন্তু এলাকায় ব্যপকভাবে আলোচিত হচ্ছে যে,অধ্যক্ষ পদে মাওলানা আবু ছায়াদাত মোঃ ইউনুছ আলী এবং অন্যান্য পদ পদগুলিতে ৫০ লাখ টাকা আর্থিক লেন-দেনের মাধ্যমে উক্ত নিয়োগ পরীক্ষায় আগেই প্রার্থী নির্বাচন শেষ। শুধুমাত্র নিয়োগ নাটকটি মঞ্চস্থের অপেক্ষায় আছে। জানা যায়, একই এলাকার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে শহীদুলের ছেলে মোঃ ইব্রাহিম খলিল, নৈশ প্রহরী পদে আব্দুল কাদেরের ছেলে মনিরুল ইসলাম, এবং আয়া আবু বকরের মেয়ে সালমা খাতুন এর অকল্পনীয় লক্ষ লক্ষ টাকা প্রদানের মাধমে নিয়োগ পরীক্ষার আগেই নির্বাচিত হওয়া বিষয়টি এখন সবার মূখে মুখ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছামিউল্লাহ জানান, নিয়োগ পরীক্ষার পরে খরচের টাকা নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে নেওয়া হবে। অথচ স্থানীয়রা জানান, প্রায় ৫০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পেরণ করা হলেও কোন প্রকার আইন আমলে আসেনি। এ ব্যাপরে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.