সমাজের আলো : দল হিসেবে আত্মপ্রকাশের পর গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, এই মুহুর্তে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আন্দোলন করাকে তারা গুরুত্বপূর্ণ মনে করছেন না। এই মুহুর্তে জরুরি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন। এজন্য বিভিন্ন দলের সঙ্গে কাজ করতে আগ্রহী গণঅধিকার পরিষদ। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সদস্য সচিব নুরুল হক নুর বলেন, কুৎসা, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতায় আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। তাতে দেশজুড়ে পেয়েছি শিক্ষার্থীদের অভাবনীয় সমর্থন। আমরা আজ যখন একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি, তখন পৃথিবী দুটি বড় সংকট মোকাবিলা করছে। সবার সম্মুখে দাঁড়িয়ে এই প্রত্যয় ঘোষণা করছি যে আমরা নানান ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহু স্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করবো ইনশাআল্লাহ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন দলের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, আমি নির্বাচন কমিশন নিয়ে আন্দোলন করা তেমন গুরুত্বপূর্ণ মনে করি না। আমাদের আসল দাবি হলো, আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই।




Leave a Reply

Your email address will not be published.