সমাজের আলো : নড়াইলে জান্নাত আরা সেতু নামের এক গৃহবধূকে নির্মম নির্যাতনের পর চেতনানাশক খাইয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সজিব মুস্তারী ও তার পরিবারের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। গত শুক্রবার মধ্য রাতে শহরের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ দক্ষিণ নড়াইল এলাকার হোসেন ইমাম ওরফে তৈমুর এর মেয়ে। এ ঘটনায় সেতুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শহরের দুর্গাপুর মহিলা কলেজ এলাকার নজরুল বিশ্বাসের ছেলে অস্ট্রিয়া প্রবাসী সজিব মুস্তারী প্রায় সাড়ে চার বছর আগে জান্নাত আরা সেতুকে (দ্বিতীয় স্ত্রী) বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর সেতু তার স্বামী সজিবের মাদকাসক্ততা ও পূর্বের স্ত্রীর সঙ্গে যোগাযোগের বিষয় জানতে পারেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই সেতুর ওপর নির্যাতন শুরু হতো। সজিব দেশে আসলেও তার এসব কর্মকাণ্ড চলতেই থাকে। এর প্রতিবাদ করলে নির্মম নির্যাতনের শিকার হতে হয়ে ওই গৃহবধূকে। গত শুক্রবার গভীর রাতে সজিব তার বাবা-মায়ের সহায়তায় সেতুকে (স্ত্রী) বেদম মারপিটের একপর্যায়ে জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ান। এ সময় সেতু জ্ঞান হারিয়ে ফেললে তার মাথার চুল ও ভুরু কেটে দেওয়া হয়। গভীর রাতে জ্ঞান ফিরে পেয়ে মোবাইলে স্বজনদের জানালে তারা পুলিশের সহযোগিতায় স্বামীর বাড়ি থেকে সেতুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন সেতু বলেন, ‘আমার শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। মাথার চুল এবং ভ্রু কেটে দেওয়া হয়েছে।’



Leave a Reply

Your email address will not be published.