সমাজের আলো : পান থেকে চুন খসলেই নেমে আসত অমানুষিক নির্যাতন। পরিবারের সদস্যদের খাওয়ার সময় বেঁধে রাখা হতো বাথরুমে। কথায় কথায় গায়ে গরম চামচের ছ্যাঁকা, ঢেলে দেওয়া হতো গরম পানি। সর্বশেষে গত বৃহস্পতিবার নির্মম নির্যাতনের পর অজ্ঞান হয়ে পড়েন ১৫ বছরের কিশোরী নিলুফার বেগম। মৃত্যু হয়েছে মনে করে নগরী থেকে ৫০ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম এলাকায় তাকে ফেলে আসেন বাড়ির মালিক।চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ মোমেনবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে রাঙ্গুনিয়া থানা পুলিশ নিলুফারকে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে পুলিশের কাছে নির্মম এসব ঘটনার বর্ণনা দেন এ কিশোরী। এ ঘটনায় বাড়ির মালিক দম্পতি ও নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ। নিলুফার জানান, তিন মাস ধরে ওই বাসায় কাজ করছিলেন। কাজে যোগ দেওয়ার পর দিন থেকেই নির্যাতন শুরু হয় তার ওপর। কয়েক দিন আগে তাকে বেশি মারধর করে। অজ্ঞান হয়ে গেলে মরে গেছেন ভেবে জঙ্গলে ফেলে দেওয়া হয়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ভুক্তভোগীর মা কহিনূর আকতার মেয়ের নির্যাতনের বিচার দাবি করেছেন।বাড়ির মালিক দম্পতি ও দারোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, একটি দুর্গম এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.