সমাজের আলো : নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে আগুন দেওয়া অন্তঃস্বত্ত্বা সেই গৃহবধূ মৃত কন্যা সন্তান জন্ম দিয়েই বিদায় নিলেন পৃথিবী থেকে। এ ঘটনায় শনিবার (১৬ অক্টোবর) কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।গত ৯ অক্টোবর ময়মনসিংহ জেলার ধৌবাউরা উপজেলায় আবু তাহের মিস্ত্রির ছেলে শাহিনুর আলম শাহিনের স্ত্রী সুরাইয়া নেওয়াজ লাবণ্য (২০) গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ নিলে সেখান থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে জানান, লাবণ্য নামের ওই নারীর বাবার বাড়ি কলমাকান্দা থানায়। তার চাচা শাহ মোস্তফা মো. সাইদুল শনিবার ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। লাবণ্যর স্বামীর নাম শাহিনুর আলম শাহীন (২৫)। গত বছর তাদের বিয়ে হয়। মামলায় স্বামী ছাড়া অন্যরাও রয়েছে। তাদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্বামী-শ্বশুর-শাশুড়ি আর ননদের নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে আগুন দেন অন্তঃসত্ত্বা কিশোরী গৃহবধূ সুরাইয়া নেওয়াজ লাবণ্য। ৯০ ভাগ পোড়া শরীর নিয়ে লাবণ্য ভর্তি ছিলেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সেখানে তিনি মৃত কন্যা সন্তানের জন্ম দিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেন কিশোরী ওই গৃহবধূ।

