সমাজের আলো : স্বপ্ন সাধনা সাহসে, এগিয়ে চলো আত্মবিশ্বাসে” এই শ্লোগান হৃদয়ে ধারণ করে পথ চলা নীলাকাশ গ্রুপ এর আজ শুভ জন্ম দিন। ৯ বছর পূর্ণ করে দশ বছরের পদার্পণ করেছে এ প্রতিষ্ঠাটি। ৩১/১২/২০১২ এই দিনে বাংলাদেশের সর্ব দক্ষিণে সাতক্ষীরায় উপকূলীয় উপজেলার ভারতের পশ্চিমবঙ্গে সিমান্ত ঘেঁষে নুরনগরে নীলাকাশ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান জন্ম লাভ করে৷ শুরুতে দৃশ্যমান কিছু না থাকলেও আস্তে আস্তে নিজস্ব গতিতে এগিয়ে চলছে নীলাকাশ গ্রুপ। এরই মধ্যে নীলাকাশ গ্রুপ ছোট পরিসরে হলেও গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান, সেগুলো আলোর মুখও দেখছে। সেই তিনটি প্রতিষ্ঠান এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম নীলাকাশ টুডে, নীলাকাশ প্রকাশনি, নীলাকাশ পাইকারি মার্কেট। শুধু ব্যাবসা নয় “নীলাকাশ গ্রুপ” ব্যবসা এর পাশাপাশি সমাজ সচেতন মূলক বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে। এর মধ্যে “সুদের হাত থেকে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। “মাদক থেকে দূরে থাকো, নিজেকে সুস্থ রাখো। এই শ্লোগান জনসম্মুখে প্রকাশের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। নীলাকাশ গ্রুপ মাত্র ৯ বছরের শিশু। একটি নতুন প্রতিষ্ঠানের জন্য ৯ বছর খুব বেশি সময় না। একে বারে কমও না। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হওয়ায় লক ডাউন চলাকালিন সময়ের পর থেকে এই প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। যার ফলে নীলাকাশ গ্রুপ প্রকৃত পক্ষে এখনও স্বপ্নের জগতে রয়েছে। নীলাকাশ গ্রুপ শুন্য থেকে পথ চলা শুরু করে। অদম্য সাহস ও আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছেন গ্রুপটির চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান। এই বিষয়ে নীলাকাশ গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান বলেন, আমরা চিন্তা ভাবনা করেছি, নীলাকাশ গ্রুপ এর যে দিন গুরুত্বপূর্ণ স্বপ্ন পুরুন হবে, সেই দিন থেকে গরীব অসহায় মানুষের পাশে থেকে আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতটা স্বপ্ন পুরুন করতে পারবো সেটা বড় কথা নয়, বড় কথা হলো স্বপ্ন না থাকলে কখনো কেউ লক্ষ্যে পৌঁছাতে পারে না।




Leave a Reply

Your email address will not be published.