সমাজের আলো : হঠাৎ করেই দেশে বেড়ে গেছে নৃশংস, রোমহর্ষক খুনের ঘটনা। আপনজনরাও ঘটাচ্ছে অবিশ্বাস্য এইসব ঘটনা। মা খুন করছে সন্তানকে, স্ত্রী খুন করছে স্বামীকে, স্বামী পুড়িয়ে মারছে স্ত্রীকে, ভাই খুন করছে ভাইকে। খুনের পর লাশ রাখা হচ্ছে শয়নকক্ষে, রাস্তায়, বালুর ভেতর, বস্তার ভেতর, কাদার ভেতর, পানির ট্যাঙ্কে, ড্রেনে কিংবা ডাস্টবিনে। প্রায়ই এ ধরনের খুনের ঘটনা ঘটছে। ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বই অধিকাংশ খুনের ঘটনার কারণ। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে সারাদেশে খুনের ঘটনা ঘটেছে প্রায় ১৭ হাজার। প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার ৪শ’ জন খুনের শিকার হচ্ছে। হঠাৎ করেই হত্যাকা-ের ঘটনায় বীভৎস, রোমহর্ষক ও নৃশংসতার ঘটনা কেন ঘটছে সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের তদন্তে উঠে এসেছে, নৃশংস, নিষ্ঠুর, বীভৎস খুনের নেপথ্যের কারণগুলোর মধ্যে অন্যতম কারণ পরকীয়া, জমিসংক্রান্ত বিরোধ ও মাদকের অর্থ জোগাড়। ইন্টারনেটের অপব্যবহার. অসহিষ্ণুতা, অতিমাত্রার ক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণেও মানুষের মাঝে দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে নিষ্ঠুরতা। তুচ্ছ কারণে অসহিষ্ণু হয়ে খুনের ঘটনা ঘটাচ্ছে। তবে বীভৎস বিকৃত খুনের ঘটনার বেশিরভাগই ঘটছে অপেশাদার খুনীদের মাধ্যমে।




Leave a Reply

Your email address will not be published.