সমাজের আলো : দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি বগুড়ার সান্তাহার পৌরসভার নির্বাচন হবে। সান্তাহার পৌরসভায় এবার ভোটযুদ্ধে লড়বেন জোড়া খুনের মামলার চার্জশিটভুক্ত আসামি দুই বন্ধু। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন। এ দুজন সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও অটোরিকশাশ্রমিক সোহরাব হোসেন হত্যার চার্জশিটভুক্ত আসামি। বর্তমানে ওই মামলায় দুজন জামিনে রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, এবারের সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে পাঁচজন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। উপজেলা কমিটি আশরাফুলসহ পাঁচজনের নাম জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠায়। পরে কেন্দ্র দলীয় প্রার্থী হিসেবে আশরাফুলকে মনোনীত করে তাঁর কাছে চিঠি পাঠায়। অন্যান্য প্রার্থীর মধ্যে ছিলেন জেলা পরিষদের সদস্য ও সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুর বারি, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জার্জিস আলম, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী ও গতবারের প্রার্থী রাশেদুল ইসলাম। এদিকে বিএনপি থেকে কেউ দলীয় মনোনয়ন না চাওয়ায় বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন দলীয় মনোনয়ন পান। তোফাজ্জল হোসেন ওই জোড়া খুনের মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি ২০১০ সালে প্রথমবার বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রবীণ নেতা দুবারের পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। দ্বিতীয়বার ২০১৫ সালেও তিনি বিএনপির মনোনয়ন পান। সেবার আওয়ামী লীগের মনোনয়ন পান শ্রমিক লীগ নেতা রাসেদুল ইসলাম। ওই ভোটে তোফাজ্জল হোসেন জয়ী হন। ২০১৬ সালের ৮ জানুয়ারি জুমার নামাজের সময় প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে খুন করা হয় পৌর নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী রাসেদুলের মেজো ভাই সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামকে। সে হামলায় গুরুতর আহত অটোরিকশাচালক সোহরাব চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর মারা যান। খুনের মামলায় মেয়র তোফাজ্জল, আশরাফুলসহ কয়েকজনকে ওই জোড়া খুনের পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়। তাঁরা জামিনে থাকলেও পুলিশ দীর্ঘদিন ধরে তদন্ত শেষে অন্যদের মতো তাঁদের নামেও অভিযোগ গঠন করে। মামলাটি বর্তমানে বিচারাধীন। তবে আশরাফুল ও তোফাজ্জলের দাবি, ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় তাঁদের আসামি করা হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমে ইনশা আল্লাহ তাঁরা মুক্ত হবেন।




Leave a Reply

Your email address will not be published.