রবিউল ইসলাম: সুন্দরবনে ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের অভিযান, অর্থ উত্তলন সহ জেলেদের মাছ তছরুপের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাগেছে যে, গত ৫ অক্টবর ২০২০ তারিখে ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশ সুন্দরবনে অভিযান চালাই। এসময়ে অভায়রন্য এলাকায় সামনে পড়ায় সাদা মাছ ও কাঁকড়ার প্রতিটি নৌকা থেকে ৫শ থেকে ১হাজার টাকা করে উত্তলন করে। এবং সীমান্ত নদী থেকে ভারতীয় জেলেদের ২টি ট্রলার সহ প্রায় ৪ মনের অধিক সাদা মাছ এবং প্রায় দেড় মন কাঁকড়া আটক করে। মোটা অংকের অর্থের বিনিময়ে একটি ট্রলার সহ ৪জন ভারতীয় নাগরীকদের ছেড়ে দেয় এবং অপর ট্রলারের ৫ জন জেলেদের সাথে চুক্তিতে মোটা অংকের অর্থের বিনিময়ে ঐ ট্রলারে জেলেদের উঠিয়ে দিয়ে অন্য ১টি ট্রলার নিয়ে চলে আসে। উক্ত ট্রলারে ভারতীয় জেলেদের জাল সহ লক্ষাধীক টাকার ব্যবহারিত মালামাল ছিলো। পরে নৌ-পুলিশ লোকালয়ে এসে মাছ/কাঁকড়া আতœসাৎ করে নিজেরাই ভাগাভাগি করে নেয়। সদ্য লোকালয়ে ফিরে আসা ভূক্তভোগী এক জেলে বলেন, আমি সহ ৩ জন ফেরার পথে কাছিকাটায় ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্কাস আলী সহ সঙ্গীয় ফোস্ ও ৭ জন জেলে এবং ১ জন ডাক্তারের এর সাথে দেখা হয়। তারা আমাদের দেখে নৌকা রাখতে বলেন এবং অভায়রন্য এলাকায় প্রবেশের দ্বায়ে আমাদের কাছ থেকে ১ হাজার টাকা নগত গ্রহন করেন। এবং পরবর্তিতে এই সব এলাকায় যেন না দেখতে পাই সে বিষয়ে সর্তক করে দেন। ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্কাস আলী সহ সঙ্গীয় ফোস্ ও সাথে থাকা ৭ জন জেলে এবং ১ জন ডাক্তারের মধ্যে ভারতীয় ট্রলার আটকে চোখের সামনে ঘটে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান, আমরা আমড়া তলীর খালে হলদীবুনিয়া বনবিভাগের অপরিতাক্ত অফিসে রান্নার কাজে থাকি। খাওয়া দাওয়ার পরে তালপাটি নামক স্থানে পৌছলে বাংলাদেশ ভারত সীমানার নদীর পানির খাল নামক স্থানে পাশাপাশি ২টি ট্রলার দেখতে পাই। ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্কাস আলীর নির্দেশে তাদেরকে আটক করেন সঙ্গী ফোস্। ২টি ট্রলার সহ প্রায় ৪ মনের অধিক সাদা মাছ এবং প্রায় দেড় মন কাঁকড়া আটক করে। আমাদেরকে একটি ট্রলারে উঠিয়ে দিয়ে লেনদেনের মাধ্যমে একটি ট্রলার সহ ৪জন ভারতীয় নাগরীকদের ছেড়ে দেয় এবং অপর ট্রলারের ৫ জন জেলেদের সাথেও লেনদেনের মাধ্যমে ঐ ট্রলারটি ছেড়ে দেয়। এবং ১টি ট্রলার নিয়ে চলে আসে। আটক করা ট্রলারে জাল সহ ব্যবহারিত মালামাল ছিলো। পরে নৌ-পুলিশ নৌফাঁড়ীতে এসে মাছ/কাঁকড়া নিজেরাই ভাগাভাগি করে নেয়। এ বিষয়ে ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্কাস আলী ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আমরা একটি নৌকা আটক করতে সক্ষম হয়েছি। ট্রলারে থাকা জেলেরা পালিয়ে গিয়েছিল। আমরা ট্রলারে কোন মাছ বা কাঁকড়া পাইনি। তবে ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশ ফাঁড়ীতে গিয়ে দেখা গেছে, মাছ/কাঁকড়া ভাগাভাগিতে গন্ধে মুখোরিত পরিবেশ। এবং উচ্চ কন্ঠের স্বর




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *