আজহারুল ইসলাম সাদীঃ চিকিৎসা যখন থমকে গেছে টাকার অভাবে ঠিক তখনই খবর আসে রক্তদানে সাতক্ষীরা ও সেভ দ্য টুমেরোর সেচ্ছাসেবক আরিফ হোসেনের কাছে। তারপর সে তার সংগঠনের অনান্য সদস্যদের বিষয়টা অবহিত করে, পঙ্গু আব্দুল গফুর এর সার্বিক দিক খোজ খবর নেন। আব্দুল গফুর এর ১ টি পা বিগত ৫ মাস আগে, কেটে ফেলতে হয়েছে আর এই অবস্থায় এক পা নিয়ে চলতে গিয়ে পড়ে যায়? যার কারনে একটা পা ভেঙে দুইভাগ হয়ে যাই। তারপর রক্তদানে সাতক্ষীরা ও সেভ দ্য টুমরোর সেচ্ছাসেবক বৃন্দ, আব্দুল গফুর এর হাতে নগদ সাড়ে ৩ হাজার টাকা তুলে দেন। এ সময় রক্তদানে সাতক্ষীর ও সেভ দ্য টুমরোর পক্ষে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আসিফ হোসেন, উৎপল,রআরিফ হোসেন, মুজাহিদুল ইসলাম, এবং ফাহিম হোসেন। বর্তমানে আব্দুল গফুর সাতক্ষীরা সদর হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আব্দুল গফুর এর মনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, তার এই মুহূর্তে একটা হূইল চেয়ার হইলে চলতে সুবিধা হইতো। তাই সেচ্ছাসেবক বৃন্দরা সমাজের সকলকে অসহায় আব্দুল গফুর এর সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ করা হলো।




Leave a Reply

Your email address will not be published.