সমাজের আলো :  পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসে ইউনিয়নের কৃষকদের নামের তালিকা নিয়ে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলামকে। উপজেলায় শালবাহান ইউনিয়নে বরাদ্দকৃত সরকারের দেওয়া প্রনোদনার ভুট্টা বীজ বিতরণে উপ-সহকারী কৃষি কর্মকর্তার অনিয়মের কারণে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে । বৃহষ্পতিবার (১৫- ডিসেম্বর) তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসের প্রনোদনার ভুট্টা বীজ কাঙ্ক্ষিত কৃষকদের দিতে দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলা কৃৃষি অফিসে বসে ছিলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম । এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য সহ সাধারণ কৃষকরাও তার সাথে ছিলেন । প্রণোদনার ভুট্টা বীজ বিতরণে অনিয়মের অভিযোগ করে শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ৫০ জন কৃষকের মাঝে সরকারি ভাবে ভুট্টা বীজ ও সার বিতরণ করার কথা । আমি সেই অনুপাতে ৫০ জন কৃষকের তালিকা তৈরি করি। কিন্তু আমি কৃষকদের নামের তালিকা নিয়ে আসার পূর্বে আমার ইউনিয়নের দ্বায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি কর্মকর্তা বীজ বিতরণ শেষ করে দিয়েছে । আমি উপজেলা কৃষি অফিসে এসে বীজ উত্তোলনকারী কৃষকদের তালিকা চাইলে বিভিন্নভাবে সময় পার করছেন। আমি দুইটার দিকে কৃষি অফিসে এসে তালিকাচাই । কিন্তু এখন (রাত ৮ টা) আমার কাছে একটা তালিকা দিল। যেটা মাস্টার রোল করা নয়। এসময় তিনি তালিকা থেকে জনৈক বীজ উত্তোলন কারী এক কৃষককে ফোন করলে অপরদিক থেকে শোনা যায় আমি বীজ পাইনি । ইউপি চেয়ারম্যান আরো বলেন, ইতিপূর্বে বিভিন্ন সময় আমার ইউনিয়নে সরকারি ভাবে বরাদ্দকৃত সার ও বীজ বিতরণে অনিয়ম হয়ে আসছে । আমি কৃষকদের যে তালিকা বা কাগজ পত্র জমা দেই তাতে সামান্য ভুল হলে অফিস কতৃপক্ষ তা প্রত্যাখ্যান করে । অথচ আজকে মাস্টাররোল তালিকা প্রস্তুত না করেই তারা বীজ বিতরণ সম্পন্ন করেছে । আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান । অথচ কৃষি অফিসের সেচ্ছা চারিতার কারনে জনগনের মাঝে আমার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে । উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান আমি ওনাকে (চেয়ারম্যান) কে ফোনে না পেয়ে প্রণোদনার বীজ বিতরণ করে দেই। পরবর্তীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে তড়িঘড়ি করে তালিকা তৈরি করতে দেখা যায় । এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা । এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন একটা ভুল বুঝাবুঝি হয়েছিল । আমরা সমাধানের চেষ্টা করছি । তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, সার ও ভুট্টার বিষয়টি মৌখিকভাবে শালবাহান ইউপি চেয়ারম্যান অবহিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published.