সমাজের আলো। ।গাজীপুরের শ্রীপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশ্লীল কথাবার্তার রেকর্ড ফাঁসের ঘটনার জেরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে গাজীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।নিহত হাবিব রানা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে। তিনি গাজীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।

