রবিউল ইসলাম: পথের উপর ঘর তৈরি করে ভ্যানচালকের গৃহবন্দী করে রাখায় প্রতিকার চেয়ে কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগীরা । ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালীগঞ্জ উপজেলার গড়াই মহল গ্রামের মোহর আলী গাজীর পুত্র অসহায় ভ্যান চালক শাহিনুর ইসলাম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, উপজেলার গড়াই মহল গ্রামের আশরাফ মোড়লের পুত্র আমার চাচাতো ভাই সহিদুল মোড়ল ও কেরামত মন্ডল এবং জামাইয়ের ভাই সহ অন্যান্য ব্যক্তিরা দলবদ্ধ হয়ে আমার পৈতৃক সম্পত্তি পথের উপর জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করার ফলে যাতায়াতের পথ বন্ধ হয়। পরিবার-পরিজন নিয়ে বাড়ির মধ্যে গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছি। শাহিনুর ইসলাম আরো বলেন এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ প্রশাসনকে জানিয়েও এর প্রতিকার পায়নি। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন আমার পরিবারের একমাত্র উপর্জন করা ব্যক্তি আমি ভ্যান চালিয়ে মা ভাই বোন এর মধ্যে তিনজন প্রতিবন্ধী বোন সহ ১০ জনের সংসার কষ্টের মধ্যে চালিয়ে আসছি। বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে পাকা ঘর নির্মাণ করার ফলে দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তির পথ বন্ধ হয়ে থাকায় ইতিপূর্বে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পথের বিষয় নিয়ে উভয় পক্ষের সম্মতিতে আমার পথ নির্ধারিত থাকবে বলে সিদ্ধান্ত দেয়। সেখানে বাদী এবং বিবাদী উভয় লিখিতভাবে স্বাক্ষর করেন। পরবর্তীতে কেরামত মোড়ল ও সহিদুল মোড়ল গং জনপ্রতিনিধি নির্দেশ উপেক্ষা করে গায়ের জোরে পথের উপর ঘর নির্মাণ করেছে। এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করলে থানা থেকে এস আই শিহাব ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় বিবাদীরা বাদী শাহিনুর ইসলাম কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট সহ খুন জখম করার হুমকি দেয়। সে সময় থানার এসআই শিহাব উভয়পক্ষকে মঙ্গলবার ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। শাহিনুর ইসলাম সহ তার পরিবারের লোকজন যথাসময়ে উপস্থিত হলেও আইন অমান্যকারী সহিদুল মোড়ল ও কেরামত মোড়ল থানায় উপস্থিত হয়নি। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসহায় ভ্যানচালক শাহিনুর ইসলাম এর পথ বন্ধ করে তাদের ক্ষতিগ্রস্ত করে চলেছে এ বিষয়ে শাহিনুর ইসলাম ও তার পরিবার পৈত্রিক পথ উন্মুক্ত রাখার জন্য আইনগত সহায়তা ও প্রতিকার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম এর পিতা মোহর আলী গাজী, তার মা জোহরা বেগম, প্রতিবন্ধী বোন হীরা খাতুন, মজিদা খাতুন, ভাগ্নে হাবিবুল সহ পরিবারের ১০ জন সদস্য। এ সময় প্রেসক্লাবের সাংবাদিকরা তার কাছে বিভিন্ন প্রশ্ন করেন।




Leave a Reply

Your email address will not be published.