কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীতে জেলের জালে মিঠা পানির একটি কুমির ধরা পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলে আবুল কালাম সজলের জালে কুমিরটি ধরা পড়ে।সজল জানান, ‘বিকেলে অন্যান্য জেলেদের মতো আমিও পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরছিলাম। হঠাৎ জালে বড় কিছুর উপস্থিতি টের পেয়ে প্রথমে ভেবেছিলাম বড় মাছ হবে। কিন্তু জাল টেনে তোলার পর দেখি মাছ নয়, বড় আকারের একটি কুমির।’পরে অন্যান্য জেলেদের সহযোগিতায় কুমিরটিকে নৌকায় তুলে উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা রাতেই ঘড়িয়াল প্রজাতির কুমিরটিকে নদীতে অবমুক্ত করেন।

ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘সজল নামে এক জেলের জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা সংবাদ দিলে আমরা এসে সেটি রাত সাড়ে ৮টার দিকে পদ্মা নদীতে অবমুক্ত করি। তিনি আরো জানান, ঘড়িয়াল প্রজাতির কুমির মূলত মিঠা পানিতেই বসবাস করে। তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুমিরটিকে নদীতে অবমুক্ত করা হয়েছে। কুমিরটি ৬ ফুট লম্বা এবং চওড়ায় আড়াই ফুটের মতো। বাদামি রঙের এ কুমিরের ওজন প্রায় ৩৫ কেজি। এর আগেও পদ্মায় এ ধরনের কুমির ধরা পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।’ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে সেখানে যাই। পরে বন বিভাগ এবং প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে পদ্মায় অবমুক্ত করা হয়।

 

সমাজের আলো




Leave a Reply

Your email address will not be published.