যশোর প্রতিনিধি। । স্বামীর পরকীয়া প্রেমে বাঁধাষ সৃষ্টি করায় হত্যার স্বীকার হতে হয়েছে এক হতভাগ্য স্ত্রীকে। হতভাগ্য স্ত্রীর নাম শারমিন বেগম (১৯)। তাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার প্রচার চালাতে গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুঁলিয়ে রাখা হয়েছে মর্মে অভিযোগ করেন নিহতের পিতা। তবে তার শ্বশুর পক্ষের দাবী, বাড়িতে কেউ না থাকার সুযোগে সে আত্মহত্যা করেছে। মর্মান্তিক এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের মধুপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ গতকাল রাত ৮টার দিকে গৃহবধূ শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে জানাযায়, প্রায় ৫ বছর আগে মনিরামপুর উপজেলার পদ্মনাথপুর গ্রামের আব্দুস সালামের কন্যা শারমিনের বিয়ে হয় পার্শ্ববর্তী মধুপুর গ্রামের আলী আকবরের ছেলে মাইক্রোবাস চালক রাজু আহম্মেদের সাথে। বিয়ের তিন বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। নিহত শারমিনের পিতা আব্দুস সালাম মেয়েকে হাঁরিয়ে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ অবস্থায় কাঁন্নাজড়িত কন্ঠে তিনি বলেন, তার জামাই রাজু আহম্মেদ অনেক আগে থেকে যৌতুক বাবদ একটি মাইক্রেবাস দাবী করে আসছিল। কিন্তু মেয়ের সুখের জন্য অনেক চেষ্টা করেও এখনও পর্যন্ত জামাই রাজুর দাবী তিনি পূরণ করতে পারেননি। তার অভিযোগ আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। তাকে তার শশুর পরিবারের লোকজন হত্যার পর আত্মহত্যার প্রচার চালাতে ঘরের আড়ায় লাশ ঝুঁলিয়ে রেখেছে। কন্যা হত্যার ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গ্রামের এক নারীর সাথে রাজু আহম্মেদের দীর্ঘদিন যাবৎ পরকীয়া করে আসছিলো। ঘটনা জানতে পেয়ে স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে নিহত শারমিন ইতিপূর্বে কয়েক দফা মারপিট এর স্বীকার হয়েছেন। মণিরামপুর থানার এসআই শাহাবুল ইসলাম জানান, গৃহবধূ শারমিনের লাশ গতকাল রাতে উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে লাশের সুরতহাল অনুযায়ী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারনা করা হচ্ছে আজ তার সুরতহাল রিপোর্ট পাওয়ার পর জানা জাবে সে আত্নহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *