সমাজের আলো : কক্সবাজারের চকরিয়ায় যৌতুক ও পরকীয়ায় বাঁধা দেওয়ায় এক গৃহবধূকে শ্বশুরবাড়িতে আটকে রেখে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও হামলা চালিয়েছেন তার স্বামী। এ ঘটনায় আজ সোমবার সকালে চকরিয়ায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। নির্যাতনের শিকার গৃহবধূর নাম রোকেয়া সুলতানা মেরী (২২)। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার নুরুল হকের স্ত্রী। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৮ জুলাই থেকে মেরীকে নির্যাতন করে হাত-পা থেতলে ও ভেঙে দিয়ে বাড়িতে আটকে রাখেন তার স্বামী নুরুল হক ও শাশুড়ি রশিদা বেগম। কাঠের তক্তা দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দেওয়া হয়। মারধরের সময় চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা গৃহবধূ মেরীর বাপের বাড়িতে খবর দেন। পরে তার ভাই সাদেকুর রহমান স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিনকে সঙ্গে নিয়ে গতকাল রোববার নুরুল হকের বাড়ি থেকে মেরীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ঢুকে পাঁচ-ছয়জনকে নিয়ে নুরুল হক আবারও তার স্ত্রীর ওপর হামলা চালান। এ সময় গৃহবধূ মেরী, তার ভাই ও বোনসহ কয়েকজন আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চকরিয়া থানা পুলিশকে তাৎক্ষণিকভাবে জানালে থানার উপপরিদর্শক আবু সায়েম ও উপপরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published.