সমাজের আলো : ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রার্থীরা মাঠে ময়দানে গণসংযোগ, সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মাঠে গণসংযোগ করতে দেখা যাচ্ছে।বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলাম দলীয় সমর্থনে শক্ত অবস্থানে থাকলেও দলের দুই বিদ্রোহী প্রার্থী নৌকার ভোটে ভাগ বসানোর চেষ্টা করছেন। বিদ্রোহী প্রার্থীদের ইতোমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে। তারা হলেন-ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ শাহাবাজ আলী ও সাবেক ছাত্রনেতা মো: রেজাউল ইসলাম রেজা। এদিকে বিএনপির কোন প্রার্থী না থাকায় জামায়েতের অধ্যাপক ইদ্রিস আলী রয়েছে শক্ত অবস্থানে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিরা ইউনিয়নে মোট ভোটার ১৯০৮৮ এর মধ্যে পুরুষ ভোটার ৯৭২৯ ও মহিলা ভোটার ৯৩৫৯। একাধিক ভোটার কর্মী সামর্থকদের সাথে আলাপকালে জানা গেছে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত প্রার্থীর সাথে। আওয়ামী লীগের কর্মি তহিদুজ্জামান বলেন, ইউনিয়নের ভোটাররা উন্নয়নের প্রতীক শেখ হাসিনার মনোনিত প্রার্থী শেখ আজিজুল ইসলামকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদী। তবে একাধিক প্রার্থী ভিন্নমত পোষণ করে বলেন, বিদ্রোহী দমন করতে ব্যর্থ হওয়ায় নির্বাচনে ফল বিপর্যয় হবে বলে ভোটাররা মনে করেন। এ ব্যাপারে কথা হয় বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের সাথে তিনি জানান, বিগত দিনে আমি ইউনিয়নের যে পরিমাণ কাজ করেছি তাতে জনগণ আবারো আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *