নিজস্ব প্রতিনিধিঃ পাটকেলঘাটা থানার দলুয়া ঠান্ডা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ৪টায় অনুষ্টিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে খলিষখালী ইউঃ নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে ও অজিত বৈদ্য কৃষ্ঞ মন্ডল নারান মন্ডল পরিতোষ মন্ডল ওজাহাঙ্গীর হোসেনের সার্কিক তত্বাবধানে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ওসি তদন্ত বাবলুর রহমান, মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, সাংবাদিক সানজিদুল ইসলাম ইমন, মেহেদী হাসান, ইকবাল হাসান, আব্দুর রউফ, সাংবাদিক জাকির হোসেন মিঠু,খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুর হোসেন এ এস আই কুতুব উদ্দীন সাংবাদিক শাহিন আলম সহ স্হানীয় নেতৃবৃন্দ।নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কুলপোতা গ্রামের জয় মা কালি, দ্বিতীয় স্হান অধিকার করেছে খাসের আবাদ জয় মা দূর্গা, তৃতীয় স্হান অধিকার করেছে পুইজালা সোনার তরী।

সার্বিকভাবে সহযোগিতা করেন সুফল আইচ, সভপতি খলিষখালী ইউনিয়ন ওয়ার্কাস পার্টি, অজিত বেদ্য,কৃষ্ণপদ মন্ডল,সুজিত হোড়,সুলতান সরদার, খলিলুর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার বাবু উত্তম কুমার দে, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মেম্বার তপন বাছাড়,৫,৬,৭নং ওয়ার্ডের মহিলা মেম্বার চায়না রানী,সাংগঠনিক সম্পাদক আজিজ মোড়ল, বাবু নারায়ণ মন্ডল, সভাপতি দলুয়া পূজা উদযাপন কমিটি,সঞ্চয় সরকার মাইক প্রমুখ।গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দলুয়া ঠান্ডা নদীর দুধারে হাজার হাজার নারী পুরুষ প্রতিযোগিতা টি উপভোগ করেন।




Leave a Reply

Your email address will not be published.