সমাজের আলো : বগুড়ার গাবতলী উপজেলায় শাশুড়ি ও ননদকে পানের সঙ্গে ইঁদুরের বিষ মিশিয়ে খাইয়েছিলেন পপি বেগম (২২) নামে এক গৃহবধূ। এ ঘটনায় ননদের মৃত্যু হয়। শাশুড়ি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা গুরুতর। ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে- গাবতলী উপজেলার ধোড়া মধ্যপাড়ার মোজাম্মেল মন্ডলের ছেলে আল আমিনের সঙ্গে বগুড়া সদরের বুজরুকবাড়িয়া কাজীপাড়ার জহুরুল ইসলামের মেয়ে পপি আকতারের বিয়ে হয়। বর্তমানে তাদের আতিকা নামে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বউ ও শাশুড়ির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। মাঝে মধ্যেই দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতো।গত ১৩ জুলাই সকালে পপি তার শাশুড়ি রাশেদা বেগমকে (৫০) হত্যার উদ্দেশ্যে পান ও জর্দার মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেন। পান খাওয়ার পর শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এতে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু তার অবস্থা এখনও গুরুতর।এদিকে, মায়ের অসুস্থতার খবর পেয়ে পপির ননদ সখি বেগম (২৭) ১৪ জুলাই সকালে মাকে দেখতে আসেন। এ সময় ননদকেও পান ও জর্দার সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে খেতে দেন পপি। পান খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সখিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়তার মৃত্যু হয়।




Leave a Reply

Your email address will not be published.