সমাজের আলো : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কাঞ্চনপুরে পারিবারিক কলহ, যৌতুকের টাকা না পাওয়া ও দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেওয়ায় গৃহবধূ শাহানা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী লালন মিয়ার বিরুদ্ধে। শাহানা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ লালন মিয়াকে আটক করেছে। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে এবং ঢাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। রাজমিস্ত্রির কাজও করতেন তিনি। শাহানার বাবা ফুল মিয়ার অভিযোগ, ‘আমার মেয়েডারে লালন মেরে ফেলছে। সে শাহানাকে হত্যা করে আমাকে ভোররাতে কল দিয়ে বলে, মেয়েকে শেষ দেখা দেখে যান।’ আমি মেয়ে হত্যার বিচার চাই।পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে লালন মিয়ার সঙ্গে সুনামগঞ্জের মধ্যনগর এলাকার বাসিন্দা ফুল মিয়ার মেয়ে শাহানা আক্তারের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে আছে। দুই বছর আগে লালন ব্যবসার কথা বলে শাহানাকে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে কিছু টাকা এনে দিতে চাপ দেন। শাহানা ২০ হাজার টাকা এনে দেন। এর পর আবার টাকার জন্য চাপ দেন লালন। কিন্তু শাহানা এতে আর রাজি হয়নি। মাস দুই আগে শাহানাকে না জানিয়ে লালন ঢাকায় দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে দাম্পত্যবিরোধ চলছিল।গতকাল ভোরে লালন মিয়া ফুল মিয়াকে মুঠোফোনে কল করে জানান, শাহানাকে শেষ দেখা দেখতে চাইলে দ্রুত কাঞ্চনপুর চলে আসেন। সঙ্গে সঙ্গে ফুল মিয়া কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল করে বিষয়টি জানান। পুলিশ গিয়ে শোবার ঘরে শাহানার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন সটকে পড়লেও পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহানার লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.