সমাজের আলো। ।নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশুরা হলো আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে আমীর হামজা (৬) , তাদের প্রতিবেশী হবি মোড়লের ছেলে সানি (৫) ও মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের শামীম কবির খান রেনু মিয়ার বাক প্রতিবন্ধী শিশু তোয়া আক্তার (৬)। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু আমীর হামজা ও সানি আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে খেলা করছিল। এর একপর্যায়ে তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের কোথাও দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। এরই একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন শিশু দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, মদন উপজেলায় শিশু তোয়া আক্তার গতকাল রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ রোববার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তাঁকে বিছানায় দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে মৃত্যু নাকি অন্য কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।’




Leave a Reply

Your email address will not be published.