সমাজের আলো : ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কামরুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাকরি দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে ডিআইজি পরিচয়ে ফোন দিয়ে তদবির করতে গিয়ে ধরা খান ওই প্রতারক।মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে জেলার ভালুকা থেকে তাকে আটক করা হয়। কামরুল ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।বুধবার (২৭ অক্টোবর) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান সারা দেশে। একটি প্রতারকচক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে পুলিশ সুপারকে ফোন দিয়ে তাদের চাকরি দেওয়ার জন্য তদবিরও করছে।তিনি আরও বলেন, গত সোমবার এমন একটি চক্রের তিন জনকে আটকের পর ডিআইজি পরিচয় দেওয়া আরও এক প্রতারককে আটক করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.