সমাজের আলো: প্রকৃত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুলতান হোসেন মাঝির সনদ নিয়ে আর ফেরত দেননি ঝালকাঠি সদর উপজেলার নেহালপুর গ্রামের মৃত সৈয়দ আলী দুয়ারীর ছেলে সুলতান দুয়ারী। পরে প্রতারণার মাধ্যমে সেই সনদে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে ১৫ বছর ভাতা উত্তোলন করেন। ভোগ করেন রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা। এই প্রতারণা ধরা পড়ার পর সুলতান দুয়ারীর গেজেট ও ভাতা বাতিল ঘোষণা করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এতে ক্ষুব্ধ হয়ে সুলতান দুয়ারী প্রকৃত মুক্তিযোদ্ধা পিপলিতা গ্রামের সুলতান হোসেন মাঝির স্ত্রী ও সন্তানদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুলতান হোসেন মাঝি পার্শ্ববর্তী পিপলিতা গ্রামের মৃত সৈয়জদ্দিনের ছেলে। তার নামের সঙ্গে মিল থাকায় জালিয়াতি করে সনদ নেন সুলতান আহম্মেদ দুয়ারী। জাতীয় পরিচয়পত্র ও জমির দলিলে তার নাম সুলতান আহম্মদ দুয়ারী হলেও মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ-সুবিধা নিতে তিনি সুলতান হোসেন সাজেন। সুলতান হোসেন দুয়ারীর মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল হওয়ায় আর্থিকসহ সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ রাখতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নোটিশ দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার উপসচিব রথীন্দ্রনাথ দত্ত। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৪৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ আলী দুয়ারীর ছেলে সুলতান হোসেন দুয়ারীর মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়। গত ২২ নভেম্বর উপসচিব রথীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত চিঠি ১ ডিসেম্বর ঝালকাঠিতে পৌঁছায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সুলতান আহম্মেদ দুয়ারীর আপন চাচা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আকরাম আলী দুয়ারী (৯১) বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা বাড়িতেই ছিলাম। সুলতান আহম্মেদ আমার বড় ভাইয়ের ছেলে। তখন ওর বয়স ১৭-১৮ হবে। সে কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। পিপলিতার সুলতান হোসেন মাঝির সার্টিফিকেট নিয়ে কেমন করে যেন নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়েছে সে। সুলতান মাঝি অশিক্ষিত হওয়ায় সুলতান আহম্মেদ দুয়ারীর সঙ্গে আর পারেননি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *