সমাজের আলো : কুমিল্লার দেবিদ্বারে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ ও সন্তান প্রসবের ঘটনায় মো. সোহাগ (২৫) নামে এক যুববকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ১ র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৪ জুলাই) রাতে কুমিল্লা জেলার দেবিদ্বারের বারেরা এলাকায় অভিযান পরিচালনা করে সোহাগকে আটক করা হয়। সোহাগ দেবিদ্বার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বারেরা কাজী বাড়ির মো. মফিজের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধি প্রতিবন্ধি নারীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। বিভিন্ন সময়ে ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি সমাধানের চেষ্ট করলে ভয়-ভীতি ও আইনের আশ্রয় না নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। নির্যাতিতা নারীর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। সামাজিক লোক-লজ্জার ভয়ে ভিকটিমের পরিবার বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি এবং আইনের আশ্রয় নেয়নি। পরে গত ১১ জুলাই নির্যাতিতা নারী সন্তান প্রসব করে। বিষয়টি নিয়ে সমাধান না হওয়ায় র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করে ভোক্তভোগী পরিবারটি।




Leave a Reply

Your email address will not be published.