সমাজের আলো : প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারন সম্পাদক ও প্রতিবন্ধী সংবাদকর্মী তালা উপজেলার মুড়াগাছা গ্রামের মৃত শেখ নাসির উদ্দীনের প্রতিবন্ধী ছেলে শেখ সিরাজুল ইসলামের নামে তার আপন সহদর ভাই সৎমা সহ ভাই ও সৎ মায়ের মিথ্যা কথা শুনে একটি মহল সাংবাদিকদের মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে গত ২৪ নভেম্বর (২০২১ ইং) তারিখ কালের চিত্র নামের একটি স্থানীয় পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ আক্টোবর সিরাজুলের ভাই তরিকুল ইসলাম সিরাজুলের বাড়ির ঘরে স্ত্রীকে ধর্ষন চেষ্টা করে। ধর্ষন চেষ্টায় বাধা দিলে ধর্ষনে ব্যার্থ হয়ে তরিকুল সিরাজুলের বাড়িতে হামলা ভাংচুর হত্যার উদ্দেশ্যে মারপিট সহ নগত টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। বিষয়টি অসংখ্য অনলাইন, পত্রপত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতে (৩ নভেম্বর) তরিকুল নিজের স্ত্রীকে সাথে নিয়ে পুনরায় তার ভাইয়ের বাড়িতে ঘরে ঢুকে হামালা চালায়। হামলার সময় তরিকুল সিরাজুলের স্ত্রীকে মারপিট ও শ্লীলতাহানি করে। এসময় তরিকুল পুর্বের দিনের ঘটনার প্রমান লোপাটের জন্য সিরাজুলের স্যামসাং এম ২০ ফোনটি আছড়িয়ে ভেঙে বাইরে ফেলে দেয় এবং সিরাজুলকে বেদম মারপিট করে।
এসময় তরিকুল প্রতিবন্ধী পুনর্বাসন কল্যান সমিতির জরুরি কাগজ পত্র সহ অফিসের চেয়ার টেবিল কেনার জন্য সংগ্রহ করা আনুমানিক আট হাজার টাকা ছিনিয়ে নেয়। এর পর থেকে তরিকুল তার প্রতিবন্ধী ভাই সিরাজুলকে সপরিবারে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। তরিকুল ও তার সৎমা একজোট হয়ে সিরাজুলকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য এলাকার কিছু লোকজনকে হাত করে সিরাজুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সিরাজুলকে মানুষের কাছে খারাপ প্রমানের জন্য পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। সংবাদে সিরাজুলের বিরুদ্ধে নিজের আত্মীয় স্বজন সহ মানুষকে জিম্মি করে রাখার কথা বলা হয়েছে। আত্মহত্যার চেষ্টাকে নিজ পিতাকে হত্যা মামলায় ফাসানোর চেষ্টার বলে চালিয়ে দেয়া হয়েছে। এধরনের আরো কিছু কল্পকাহিনী সাজিয়ে সেগুলো একজন প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হিসাবে পত্রিকায় তুলে ধরা হয়েছে। এমনকি সংবাদ প্রকাশের আগে প্রতিবন্ধী পুনর্বাসন কল্যান সমিতি তালা থানার সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলামের কোন বক্তব্য নেয়া হয়নি। সংবাদে সিরাজুলের আনুমানিক ২বছর অব্যাবহারিত একটি নাম্বারে যোগাযোগ করে ফোন বন্ধ থাকার কথা উল্লেখ করা হয়েছে। সংবাদে সিরাজুলের স্ত্রীর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি উল্লেখ করা হয়েছে। আনুমানিক তিনদিন আগে বাড়িতে তিনজন সাংবাদিক এসেছিলেন এর মধ্যে সৌরভ নামের একজন সিরাজুলের স্ত্রী (ধর্ষন চেষ্টার ভিকটিম) এর কাছে বাড়ির উঠানে ক্যামেরার সামনে প্রশ্ন করলে সিরাজুলের স্ত্রী চরম অপমানে কোন কথা বলেননি। এবিষয়ে সাংবাদিক সৌরভের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কোন সংবাদ প্রকাশ করিনি এবং আমাদের তিনজনের ভিতরে কালের চিত্রের কোন সাংবাদিক ছিলনা। সংবাদে খেশরার সাবেক ইউপি চেয়ারম্যান রাজুর বক্তব্য উল্লেখ আছে, তিনি সিরাজুলের বিরুদ্ধে পরিবার সহ এলাকাবাসিকে জিম্মি করার ভিত্তিহিন অভিযোগ তুলেছেন। উল্লেখ থাকে যে রাজু ক্ষমতায় থাকাকালীন খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী উজ্জল দাস ও মুড়াগাছা গ্রামের শ্বারীরিক প্রতিবন্ধী জালাল শেখের সরকারি ঘরের কিছু দরজা জানালা রিংস্লাব আত্মসাৎ করেন। এবিষয়ে সিরাজুল একাধিক সংবাদ প্রকাশ করে। এরপর থেকে রাজু সিরাজুলকে বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজু সিরাজুলের বিরুদ্ধে এলাকার লোকজন ক্ষেপিয়ে তোলার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সিরাজুলের বাড়িতে ধর্ষন চেষ্টা সহ তরিকুল বিভিন্ন অপরাধ ঘটালে সুযোগ বুঝে রাজু তরিকুলকে সিরাজুলের বিরুদ্ধে তার প্রধান হাতিয়ার হিসাবে ব্যাবহার করছে। এবিষয়ে সাবেক চেয়ারম্যান রাজুর কাছে মুঠোফোনে জানতে চাই তিনি পরে কথা বলবেন বলে জানান, পরে আবার ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে সিরাজুলের ভাই একাধীক বিবাহের নায়ক তরিকুল ঢাকা গাজীপুর এলাকার কয়েকজন ব্যবসায়ির লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে গ্রামে এসে পালিয়ে আছে। এসব ব্যবসায়িরা তরিকুলকে সরাসরি এবং ফোনে খুজে না পেয়ে ভাই সিরাজুলকে বারবার ফোন দিচ্ছে। আরো জানাযায়, তরিকুল তার প্রতিবন্ধী ভাই সিরাজুলকে ব্যবসা করার কথা বলে পরিবার সহ গাজীপুর নিয়ে গিয়ে সিরাজুলের নিজের দেড় লক্ষাধীক টাকা এবং যাবার আগে ব্রাক এনজিও থেকে তরিকুলের কথামত সিরাজুল ও তার স্ত্রী আরো ৫০.০০০ টাকা লোন উঠিয়ে নিয়ে গেলে তরিকুল ব্যবসার কথা বলে সমস্ত টাকা আত্মসাৎ করে। এবিষয়ে তরিকুলের বিরুদ্ধে সংগঠনের পক্ষথেকে বিভিন্ন কর্মসুচি পালন সহ আদালতে মামলার প্রস্তুতি চলছে।




Leave a Reply

Your email address will not be published.