মো: রাহাতুল ইসলাম : সামর্থ থাকতে ভিক্ষা নয় , চেষ্টা দ্বারা জীবন পাল্টায় এই স্লোগান কে সামনে রেখে মহামারী করোনা কালীন সময়ে ও প্রতিনিয়ত কাজ করে উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে যাচ্ছেন প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদ। তিনি মূলত প্রতিবন্ধী ও গরীব অসহায় মানুষদের জীবনের মান উন্নয়ন , অধিকার আদায়সহ তাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । তিনি জেলা ব্যাপী করােনা মহামারীর এই ক্লান্তিময় লগ্নে প্রতিবন্ধী ও গরীবঅসহায় ব্যাক্তিদের পাশে এসে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে আতিকুজ্জামান সাহেদ বলেন “মানুষ মানুষের জন্য”। আমি সড়ক দুর্ঘটনার ফলে স্বাভাবিক জীবন হারিয়ে ফেললেও মনের স্বাভাবিকতা ও নিজের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব খুঁজে পাওয়ার জন্য নিজের শারীরিক অক্ষমতা কে দূরে সরিয়ে মানসিক দিকটাকে ফুটিয়ে তুলতে রাত দিন ছুটে বেড়াচ্ছি। কারণ একজন মানুষ তার মানসিক বিকাশের দ্বারাই আত্মনির্ভরশীল হতে পারে। করোনা নামক কঠিন পরিস্থিতিতে কর্ম হারিয়ে নিন্ম আয়ের ও সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলো যখন নিরুপায় তখন সরকারের পাশাপাশি তিনি তার নিজ জায়গা হতে পিছিয়ে না থেকে নিরলস ছুটে চলছেন। করোনার শুরু থেকে আজ অব্দি তিনি তার রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সুবর্ণ নাগরিক এবং গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য , বস্ত্র , কর্মসংস্থান মানসিকতা উন্নয়ন ইত্যাদি কাজ দ্বারা পাশে থাকছেন এবং সামনে এগুলা চলমান রেখে আরো ভালো কিছু করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহর রহমতে সমাজের এই সকল পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আরো অনেক ভালো কিছু করতে চাই, সে জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।




Leave a Reply

Your email address will not be published.