সমাজের আলো : ভোলায় নীতিমালা উপেক্ষা করে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দেওয়া ঘর ইউএনওর ড্রাইভার, শিক্ষা কর্মকর্তার বাবা, ব্যাংক কর্মী ও চেয়ারম্যানের ঘনিষ্ঠজনদের বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। আর কিছু ঘরের পিলার ও ফ্লোরে ফাটল ও দরজা জানালা অকেজো হয়ে পড়ায় ক্ষুব্ধ সুবিধাভোগীরা। প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নিয়ে জালিয়াতি নতুন করে সিমেন্ট বালু দিয়ে সংস্কার করতে দেখা গেছে কোথাও কোথাও। এ ছাড়া প্রকল্পের মালামাল দিয়ে সরকারি জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগও রয়েছে সদর উপজেলার পিআইও এর বিরুদ্ধে। এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। দৌলতখান উপজেলার দক্ষিণ চর লামছি পাতার গ্রামের সরদার বাড়ির শত বছরের পুরনো ভিটার পাকা ভবনটির মালিক আবদুর রশিদ। যার এক ছেলে সরকারি শিক্ষা কর্মকর্তা, আরেক ছেলে মাদ্রাসা শিক্ষক ও ছোট ছেলে ব্যাংককর্মী। অথচ আবদুর রশিদ ও তার ব্যাংককর্মী ছেলের বউ ছাদিয়া আফরোজ লিমার নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, যার একটি তাদের নিজেদের রেকর্ড জমিতে নির্মাণ করা হয়েছে। ওই এলাকায় বরাদ্দ পাওয়া ৬ জনেরই নিজস্ব জমি রয়েছে। পাশের চরপাতা গ্রামে ইউএনও অফিসের সাবেক ড্রাইভার সোহাগের নামে বরাদ্দ দেওয়া ঘরটি ডিজাইন পরিবর্তন করে নিজ খরচে পাকা ছাদ ও বারান্দা নির্মাণ করা হচ্ছে। এসব ঘর নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা সাবেক ইউএনওর প্রতিনিধি মো. আক্তার হোসেন তার ঢাকায় বসবাসকারী বোন নাজমা বেগমের নামে ঘর বরাদ্দ নিয়ে নিজের মতো কাজ করাচ্ছেন। সোহাগ ও আক্তার ২ জনেরই পৈতৃক বাড়ি ও জমি রয়েছে। সরেজমিনে সদর উপজেলা পশ্চিম ইলিশা, রাজাপুর ও ভেদুরয়িা ইউনিয়নের ৩টি প্রকল্পে বেশ কয়েকটি ঘরে ফ্লোর ও পিলারে ফাটল ধরেছে। এসব ফাটল সংস্কারের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যানের ঘনিষ্ঠদের নামে ঘর বরাদ্দেরও অভিযোগ রয়েছে। বসবাস না করে ১৪-১৫টি ঘর তালাবদ্ধ করে রাখতে দেখা গেছে। ব্যাংক কর্মী আলামিনের স্ত্রী ছাদিয়া আফরোজ লিমা বলেন, আমার স্বামী একটা এজেন্ট ব্যাংকে চাকরি করে। ৮ হাজার টাকা বেতন। গত ১০ জুলাই সরেজমিন পূর্ব ইলিশা গিয়ে দেখা যায় একই স্থানে ২৫টি ঘর নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। দ্বিতীয় পর্যায়ের এসব ঘরের দলিল গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও নির্মাণকাজ শেষ হতে আরও ২ সপ্তাহ সময় লাগবে। এ প্রকল্পের মালামাল দিয়ে নীতিমালা উপক্ষো করে দোকানঘর নির্মাণ করেছেন পিআইও জিয়াউর রহমান। তবে বিষয় জানাজানি হওয়ার পর কাজ সাময়িক বন্ধ রেখে নিজের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত পিআইও।




Leave a Reply

Your email address will not be published.