সমাজের আলো : অফুরন্ত সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে বিশ্বময় ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিনিয়োগের পথে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তা খুঁজে বের করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। বাংলাদেশের সরকারপ্রধান প্রবাসীদের উদ্দেশ্যে খোলাসা করেই বলেন, আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করবো। স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গ্লাসগো সফররত প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন। আওয়ামী লীগ সরকার সবসময়ই গণমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। যথাযথ চ্যানেল ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তার সরকার প্রবর্তিত ২ শতাংশ প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রবাসী সুবিধার্থে একটি পৃথক ব্যাংকও প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীরা কিছু অসুবিধার কথা উল্লেখ করলে প্রধানমন্ত্রী বলেন, আসলে তিনি জানতেন না যে, তারা বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *