সমাজের আলো : নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে একটি ভোটও পাননি আশীষ সরকার। তাহলে তার নিজের ভোট গেলো কোথায়- এ নিয়ে পথে-ঘাটে চায়ের দোকানে চলছে কৌতুকপূর্ণ আলোচনা।জানা যায়, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর খালিয়াজুরি উপজেলার নগরসহ চার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আশীষ সরকারসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দিনশেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, কবীন্দ্র চন্দ্র সরকারের (তালা) প্রাপ্ত ভোট সংখ্যার ঘরে ৩০০ (বিজয়ী), সুদিন সরকারের (ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যার ঘরে ২৯৪ (নিকটতম প্রতিদ্বন্দ্বী), মো. হারুন মিয়ার (মোরগ) প্রাপ্ত ভোট সংখ্যার ঘরে ১৪৩ এবং আশীষ সরকারের (টিউবওয়েল) প্রাপ্ত ভোট সংখ্যার ঘরে ‘শূন্য’ উল্লেখ রয়েছে। ঘোষিত এই ফলাফল দেখে আশিষ সরকারের ঘটনা নিয়ে আলোচনায় চাপা পড়ে যায় কবীন্দ্র সরকারের বিজয়ের উল্লাস।এ ব্যাপারে আশীষ সরকার বলেন, সুদিন আমার চাচাতো ভাই।প্রথমে সে মনোনয়নপত্র দাখিল করে। সুদিনের নামে মামলা থাকায় লোকজন বলাবলি করছিল যে, তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। এসব কথা শুনে আমিও মনোনয়নপত্র দাখিল করি। আমরা চেয়েছিলাম আমাদের পরিবারের একজন প্রার্থী থাকুক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *