সমাজের আলো : চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে পাস হয়েছে। যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের থেকে অতিরিক্ত খরচ করেছে, সেটার অনুমোদন নিতেই এই বাজেট পাস হয়। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২১’আজ সোমবার (৭ জুন) সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে সরকারী, বিরোধী দল ও বিএনপির বেশ কয়েকজন সংসদ সদস্য গত দুই দিন সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। সোমবার পাসের সময় সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের ১১ জন সংসদ সদস্য ১৯০টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়




Leave a Reply

Your email address will not be published.